সম্পদের হিসাব দিতে ব্যর্থতা-ছেলেকে বরখাস্ত করলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

সম্পদের হিসাব প্রকাশ না করায় লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ তাঁর ছেলেকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। একই কারণে আরো ৪৫ সরকারি কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।


এক বিবৃতিতে বলা হয়, 'লাইবেরিয়ার দুর্নীতি দমন কমিশনে সম্পদের হিসাব জমা দিতে ব্যর্থ হওয়ায় ৪৬ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট সারলিফ। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।' এতে আরো বলা হয়, দুর্নীতি দমন কমিশনে সম্পদের বিবরণী জমা না দওয়া পর্যন্ত এই বরখাস্তের আদেশ বহাল থাকবে। সাময়িকভাবে বরখাস্তের এ তালিকায় কয়েকজন উপমন্ত্রী ও প্রাদেশিক প্রধানও রয়েছেন। দায়িত্ব নেওয়ার ১৪ দিনের মধ্যে তাদের সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, বরখাস্ত থাকার সময়ের তাদের বেতন-ভাতার অর্থ সরকার কেটে রাখবে। ২০০৬ সালে ক্ষমতা গ্রহণের পর সারলিফ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কয়েকজন মন্ত্রীকে বরখাস্তসহ কয়েক দফা পদক্ষেপ নেওয়ার পরও সেবার সফল হতে পারেননি তিনি। ২০১১ সালে দ্বিতীয় দফা নির্বাচিত হন তিনি। এরই মধ্যে নোবেল শান্তি পুরস্কারও দেওয়া হয় আফ্রিকার প্রথমবারের মতো নির্বাচিত এই নারী প্রেসিডেন্টকে। এবারও দুর্নীতি দমনই তাঁর প্রধান চ্যালেঞ্জ। সূত্র : এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.