ইরানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িক শিথিল
ইরানে ভূমিকম্প দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তা পাঠানোর পথ সহজ করতে সাময়িকভাবে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এর আগ পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার কারণে ইরানে শুধু মানবিক কারণে খাবার ও ওষুধ পাঠানো যেত।
নিষেধাজ্ঞা শিথিলের পর অর্থ পাঠানোর ওপরও আপাতত আর কোনো বিধিনিষেধ রইলো না।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সপ্তাহ দুয়েক আগে দুটি বড় ধরনের ভূমিকম্পে ৩০৬ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদেশ থেকে কোনো সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল ইরান। তবে দুর্যোগ মোকাবিলায় ধীরগতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়ার পর অবস্থান পরিবর্তন করে দেশটি।
যুক্তরাষ্ট্র-ইরানের বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান হোয়াইট হাউসকে চাপ দেওয়ার পর মার্কিন অর্থ দপ্তর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত জানাল।
ইরানের পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা, পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ইরান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই কর্মসূচি চালাচ্ছে তারা। সূত্র : বিবিসি।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে সপ্তাহ দুয়েক আগে দুটি বড় ধরনের ভূমিকম্পে ৩০৬ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদেশ থেকে কোনো সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল ইরান। তবে দুর্যোগ মোকাবিলায় ধীরগতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়ার পর অবস্থান পরিবর্তন করে দেশটি।
যুক্তরাষ্ট্র-ইরানের বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান হোয়াইট হাউসকে চাপ দেওয়ার পর মার্কিন অর্থ দপ্তর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত জানাল।
ইরানের পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের আশঙ্কা, পরমাণু কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। ইরান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই কর্মসূচি চালাচ্ছে তারা। সূত্র : বিবিসি।
No comments