কিউরিওসিটিতে যান্ত্রিক বিপত্তি
মঙ্গল গ্রহ পর্যবেক্ষণে গিয়ে প্রথমবারের মতো বিপত্তির মুখে পড়েছে কিউরিওসিটি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই অনুসন্ধানী যানের বাতাসের গতি নির্ণয়কারী সেন্সরটি বিকল হয়ে পড়েছে। তবে কিউরিওসিটি অভিযানের সঙ্গে যুক্তরা দাবি করছেন, যন্ত্রটির এই বিপত্তি তেমন গুরুতর নয়।
এতে পরিমাপের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও অভিযানে কোনো বিঘ্ন হবে না।
এই যান্ত্রিক বিপত্তির কারণ স্পষ্ট নয়। তবে মঙ্গলপৃষ্ঠে অবতরণের সময় সেখানকার পাথরের আঘাতে কিউরিওসিটির সেন্সর সার্কিটসহ কয়েকটি তার ক্ষতিগ্রস্ত হয় বলে প্রকৌশলীরা ধারণা করছেন। নাসা এই সমস্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছে।
কিউরিওসিটির এ সমস্যার কারণ খতিয়ে দেখছেন রোভার এনভায়রনমেন্টাল মনিটরিং স্টেশনের (আরইএমএস) প্রধান তদন্ত কর্মকর্তা জেভিয়ার গোমেজ-এলভিরা। সমাধানের কার্যকর উপায় খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, সেন্সরটি ঠিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
রকেটচালিত অনুসন্ধানী নভোযান কিউরিওসিটির আরেক নাম মঙ্গল বিজ্ঞান গবেষণাকেন্দ্র (এমএসএল)। দীর্ঘপথ পরিক্রমার পর সফলভাবে গত ৬ আগস্ট মঙ্গলগ্রহে পৌঁছায় কিউরিওসিটি। এটি অন্তত দুই বছর সেখানে অবস্থান করে বিভিন্ন গবেষণা চালাবে। বিবিসি।
এই যান্ত্রিক বিপত্তির কারণ স্পষ্ট নয়। তবে মঙ্গলপৃষ্ঠে অবতরণের সময় সেখানকার পাথরের আঘাতে কিউরিওসিটির সেন্সর সার্কিটসহ কয়েকটি তার ক্ষতিগ্রস্ত হয় বলে প্রকৌশলীরা ধারণা করছেন। নাসা এই সমস্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেছে।
কিউরিওসিটির এ সমস্যার কারণ খতিয়ে দেখছেন রোভার এনভায়রনমেন্টাল মনিটরিং স্টেশনের (আরইএমএস) প্রধান তদন্ত কর্মকর্তা জেভিয়ার গোমেজ-এলভিরা। সমাধানের কার্যকর উপায় খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়ে তিনি বলেন, সেন্সরটি ঠিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।
রকেটচালিত অনুসন্ধানী নভোযান কিউরিওসিটির আরেক নাম মঙ্গল বিজ্ঞান গবেষণাকেন্দ্র (এমএসএল)। দীর্ঘপথ পরিক্রমার পর সফলভাবে গত ৬ আগস্ট মঙ্গলগ্রহে পৌঁছায় কিউরিওসিটি। এটি অন্তত দুই বছর সেখানে অবস্থান করে বিভিন্ন গবেষণা চালাবে। বিবিসি।
No comments