চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেটারদের ক্যাম্প-দলের সঙ্গে থাকাটাও আনন্দের :মাশরাফি by রুবেল খান,

নজুরি যেন নিত্যসঙ্গীই নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তার বর্ণাঢ্য ক্যারিয়ারজুড়েই রয়েছে ইনজুরির ছোবল। এ ইনজুরির কবলে পড়েই দেশের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। শুধু স্বপ্নের সেই মহা আসর মিস করেননি তিনি, একই কারণে অধিনায়কত্ব তুলে দিতে হয়েছে অন্যের হাতে। এমনকি দল থেকেও দীর্ঘ সময় ধরে


বাইরে থাকতে হচ্ছে। নতুন করে না পড়লেও বিশ্বকাপের আগে পড়া ইনজুরি এখনও ভোগাচ্ছে তাকে। এ কারণেই সম্প্রতি দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে স্বাগতিক বাংলাদেশ দলের সিরিজে দর্শক হয়েই তাকে বসে থাকতে হয়েছে। একই কারণে মিস করতে যাচ্ছেন দেশের মাটিতে অনুষ্ঠিতব্য পাকিস্তান সিরিজও। সেটি ভালো করেই জানেন মাশরাফি। তাই তো গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিসে নামার পর যখন সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এলেন মাশরাফি, তখন প্র্যাকটিস শেষে তাদের মুখোমুখি হয়েই পাকিস্তান সিরিজে দলে না থাকার ব্যাপারটি নিজেই পরিষ্কার করে দিলেন। 'একটা বিষয় কিন্তু পরিষ্কার, আমি পাকিস্তান সিরিজে খেলছি না।'
পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে শুক্রবার রাতে চট্টগ্রাম এসেছে বাংলাদেশ দল। চট্টগ্রামে ছয় দিনের প্র্যাকটিস ক্যাম্পে নিজেদের প্রস্তুতি শেষে ঢাকায় ফিরে যাবেন মুশফিকুর রহিমরা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় পাকিস্তান সিরিজের জন্য বিবেচিত হচ্ছেন না মাশরাফি। কিন্তু ফিজিওর অনুরোধে দলের সঙ্গেই চট্টগ্রামে এসে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছেন এ তারকা পেসার। দলের সঙ্গে থাকাটাকে বেশ উপভোগই করছেন মাশরাফি। 'ভালো লাগছে জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিস করতে পেরে। দলের সঙ্গে থাকাটাও আনন্দদায়ক। চট্টগ্রামে আরও পাঁচ দিন প্র্যাকটিস করব আমরা। আমি ফিটনেস ফিরে পেতে প্র্যাকটিস করছি। এ প্র্যাকটিস ফিটনেস উত্তরণের ক্ষেত্রে আরও বেশি কাজে লাগবে।' পাকিস্তান দল স্পিন ভালো খেলে, তাই দলে পেসার আরও বাড়ানো দরকার কি-না জানতে চাইলে মাশরাফি বলেন, 'পাকিস্তান স্পিন ভালো খেলে এটা ঠিক, তবে আমাদের স্পিনাররাও বেশ ভালো মানের। দলের পেসাররাও ভালো করছে। বিশেষ করে রুবেল ও শফিউল ভালো বল করছে। তবে দলে পেসার আরও বাড়ানো হবে কি-না তা ম্যানেজমেন্টের ব্যাপার। তাছাড়া কোচ, নির্বাচক ও অধিনায়ক এ ব্যাপারে ভালো জানেন।' পাকিস্তান সিরিজে দলে না থাকতে পেরে দীর্ঘশ্বাস ফেলে মাশরাফি বলেন, 'দলে থাকতে পারলে আমার জন্য ভালো হতো।' ইনজুরি কাটিয়ে কবে ফিরতে পারবেন মাঠে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। 'বলা কঠিন, কখন মাঠে ফিরব। আশা করছি, পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যেই বোলিংটা শুরু করতে পারব। বোলিং করা শুরু হয়ে গেলেই আর সমস্যা নেই।' নিজের ইনজুরির বর্তমান অবস্থা জানতে ফিজিওর পরামর্শসাপেক্ষে আবারও অস্ট্রেলিয়ায় ঘুরে আসা প্রয়োজন বলে মনে করছেন মাশরাফি।
বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করে মাশরাফি বলেন, 'আমাদের দল নিয়ে আমি আশাবাদী। ইতিমধ্যে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খারাপ করেনি দল। তাই পাকিস্তানের বিপক্ষে বেটার ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব। এ জন্য দলের সবাই এখন কঠিন পরিশ্রম করছে।' অধিনায়ক হিসেবে মুশফিক কেমন_ জানতে চাওয়া হলে মাশরাফির জবাব, 'মুশফিক ভালো এবং সৎ। আমি আশাবাদী, সে আরও ভালো করবে।'

No comments

Powered by Blogger.