আরব লিগের সময়সীমা শেষ-সহিংসতা অব্যাহত
সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর 'সহিংস দমন-পীড়ন' বন্ধে আরব লীগের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই সিরিয়ার নিরাপত্তা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে। গত শুক্রবার সরকারি বাহিনী অভিযান চালিয়ে শিশুসহ ১৮ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। দমন-পীড়ন বন্ধে আরব লিগের দেওয়া তিন দিনের সময়সীমা গতকাল শনিবার শেষ হয়েছে। এদিকে আরব লিগের প্রস্তাবিত শান্তিচুক্তির বাস্তবায়ন দেখতে শর্তসাপেক্ষে পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিয়েছে সিরিয়া। দেশটির একজন ঊধ্বর্তন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
সিরিয়া পরিস্থিতি নিয়ে করণীয় বিষয়ে গত বুধবার মরোক্কোর রাজধানী রাবাতে বৈঠক করেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠকে সহিংসতা বন্ধে সিরিয়াকে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। সিরিয়ার স্থানীয় সময় গতকাল মধ্য রাতে এ সময় শেষ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দমন অভিযান বন্ধ না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে আরব লিগ। এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী দমন-পীড়ন চালাচ্ছে। গত শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় দুটো গ্রামে আসাদের অনুগত বাহিনী অভিযান চালায়। এতে শিশুসহ ১৮ জন বেসামরিক নিহত হয়। আরব লিগের ওই আহ্বানের পর থেকে সিরিয়ায় সংঘাতে এ পর্যন্ত প্রায় ৪০০ জন মারা গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
এমন পরিস্থিতিতে সিরিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে আর কী কী করা যায়, তা নিয়ে গতকাল কুয়েতে বৈঠক করেছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। প্রেসিডেন্ট আসাদের ওপর চাপ প্রয়োগ করতে এর আগে আরব লিগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করা হয়।
সহিংসতা অবসানে আরব লিগের তদারকিতে শান্তি প্রস্তাব বাস্তবায়নের কর্মসূচি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া। সিরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক জানিয়েছেন, পর্যবেক্ষক দল পাঠাতে দামেস্ক এরই মধ্যে আরব লিগকে চিঠি দিয়েছে। তবে পর্যবেক্ষক দলে কোনো মানবাধিকার কর্মী রাখা যাবে না বলেও জানিয়েছে।
সিরিয়ার চিঠির বিষয়টি আরব লিগ খতিয়ে দেখবে বলে জানিয়েছে। আরব লিগ প্রধান নাবিল আল আরাবি বলেছেন, তিনি দামেস্কর কাছ থেকে কিছু সংশোধনীসহ একটি চিঠি পেয়েছেন। এগুলো পড়ে দেখা হচ্ছে।
এদিকে গত শুক্রবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাসোয়া ফিলোঁর সঙ্গে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। বৈঠকের পর পুতিন সাংবাদিকদের বলেন, 'আমরা সবাইকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সিরিয়া ইস্যুতে এটাই আমাদের অবস্থান।' সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। সূত্র : বিবিসি, এএফপি, আলজাজিরা।
No comments