সমীকরণ ভুলে জয়ের কথাই ভাবছে বাংলাদেশ
আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে ব্যাট করার সময় জানতেন, জিতলেই ওয়ানডে মর্যাদা। কিন্তু খেলার মধ্যবিরতিতে বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন জানতে পেরেছিলেন, জিতলেও এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা নিশ্চিত হচ্ছে না বাংলাদেশের। আছে নানান সমীকরণের মারপ্যাঁচ। তার পরও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশের মহিলা দল, ম্যাচের আগের দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন অধিনায়ক।
কাগজে-কলমে এবং মাঠের খেলাতেও 'বি' গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলেও সবার ওপরে তারা। দলে আছেন আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার স্টেফানি টেলর, বাছাই পর্বের এখন পর্যন্ত তিনটি ম্যাচে যাঁর একটি সেঞ্চুরি, একটি হাফসেঞ্চুরি এবং বোলিং করে পেয়েছেন এক ম্যাচেই পাঁচটিসহ মোট ছয় উইকেট। তাদের বিপক্ষে খেলাটা যে কঠিন হবে সেটা মানছেন সালমা। তবে আগে থেকেই হাল ছেড়ে দিচ্ছেন না 'ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে অনেক ভালো দল। আমরাও ভালো দল। কিন্তু ম্যাচে মনে হয় ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে। অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব আমরা।' সামর্থ্যে পার্থক্য থাকলেও চেনা পরিবেশে ঘূর্ণিবলে প্রতিপক্ষকে চমকে দেওয়াটাই সালমার গোপন অস্ত্র, 'আমরা ওদের খেলা দেখিনি। জানি না ওরা স্পিনে দুর্বল না পেসে। ওরাও আমাদের খেলা দেখেনি। ওরাও জানে না আমাদের কোথায় দুর্বলতা কিংবা শক্তির জায়গাটাই বা কোনটা। মনে হয় আমার দল স্পিন দিয়ে ভালো করছে এবং পরের ম্যাচেও ভালো করবে।' দলের বোলিংটা শুরু থেকেই ভালো হচ্ছিল, আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছিলেন সালমা নিজেসহ অন্য 'ব্যাটার'রাও। ক্যারিবীয়দের বিপক্ষে অধিনায়কের চাওয়া আরেকটু বেশি, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য কিছুটা বেশি রান করতে হবে, ২০০ বা ২৩০ হলে ভালো আমাদের জন্য। আমাদের টপ এবং মিডল অর্ডার যদি রান পায় তাহলে অবশ্যই এই রান করা সম্ভব।'
খেলার ফল ভবিষ্যতে কী ভূমিকা রাখবে তা জানা নেই, 'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলে আমাদের ওয়ানডে স্ট্যাটাস হয়ে যাবে কি না, তা এখনো জানি না।' ভবিতব্য নির্ধারণে অপেক্ষা করছে অনেক জটিল সব সমীকরণ, তবে এর কোনো কিছু নিয়েই মাথা ঘামাচ্ছেন না সালমা, 'জিতলে কী হবে সেসব না জানলেও আমরা জেতার জন্যই মাঠে নামব।'
খেলার ফল ভবিষ্যতে কী ভূমিকা রাখবে তা জানা নেই, 'ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিতলে আমাদের ওয়ানডে স্ট্যাটাস হয়ে যাবে কি না, তা এখনো জানি না।' ভবিতব্য নির্ধারণে অপেক্ষা করছে অনেক জটিল সব সমীকরণ, তবে এর কোনো কিছু নিয়েই মাথা ঘামাচ্ছেন না সালমা, 'জিতলে কী হবে সেসব না জানলেও আমরা জেতার জন্যই মাঠে নামব।'
No comments