প্রশংসনীয় উদ্যোগ by মাশরেখা মনা
নারীর ক্ষমতায়নের কথা চিন্তা করে ১১ আর্মড ইউনিটের যাত্রা। নবগঠিত ১১ আর্মডের নারী পুলিশ সদস্যরা যেন সব কাজে দক্ষ হন এবং পুরুষ পুলিশের সঙ্গে সব কাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারেন সে উদ্দেশ্যে তাদের অন্যান্য প্রশিক্ষণের পাশাপাশি বেসিক ড্রাইভিং কোর্সের আয়োজন করে পুলিশ বিভাগ। গাজীপুরে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এখানে তাদের ভারী বেসিক ড্রাইভিং কোর্স করানো হয়।
এই প্রশিক্ষণের ফলে এখন তারা বাস, ট্রাকসহ সব ধরনের যান চালাতে পারবেন। 'প্রথম প্রথম মনে হয়েছে_ আমরা কি বাস চালাতে পারব! ভয়ও লাগছিল অত বড় গাড়ি কীভাবে ম্যানেজ করব, এই ভেবে। কিন্তু এখন ভয় পুরোপুরি না কাটলেও অনেকটাই কেটে গেছে', বললেন প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা। তাদের কথা, 'চালাতে চালাতে আমরা অবশ্যই অনেক দক্ষ হয়ে উঠব।' এই প্রশিক্ষণের ব্যবস্থা করার ক্ষেত্রে যার প্রধান ভূমিকা রয়েছে, তিনি ১১ আর্মড ব্যাটালিয়নের অধিনায়ক আবিদা সুলতানা। মূলত তার উৎসাহে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আবিদা সুলতানা বলেন, '২১ জুন ১১ আর্মড নারী পুলিশ ব্যাটালিয়ন ইউনিটের যাত্রা শুরু। ৩৭১ জন নারী পুলিশের অনুমোদন আছে এই ইউনিটে। ইউনিটটি পরিচালনা করে আমি খুবই আনন্দিত। আমি আমার ব্যাটালিয়নের সব সদস্যকে সব দিক থেকে পারদর্শী করে তুলতে চাই। মহিলা পুলিশ কত আর কাজ জানবে_ এমন নেতিবাচক কথা যেন কেউ বলতে না পারে সেটাই চাই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নারী পুলিশ সদস্যদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।' পাঁচ মাসের যাত্রার মধ্যেই ১৭ জন মহিলা পুলিশ সদস্যের দুই মাসের ড্রাইভিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন আবিদা সুলতানা। বিআরটিসির জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ফিরোজ খান নূন ফরাজী বলেন, ড্রাইভিং প্রশিক্ষণে মেয়েরা কম আসছে। মহিলা পুলিশ প্রশিক্ষণার্থীদের আগ্রহের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আশা করছি, তারা এখন সব ধরনের যানই চালাতে পারবেন। পরিচালক মোঃ নাজমুল হক (পিপিএম) চান পুরুষ পুলিশদের যেমন ড্রাইভিংয়ের দায়িত্ব আছে; প্রশিক্ষণপ্রাপ্ত এ মেয়ে পুলিশ সদস্যদেরও ড্রাইভিংয়ের দায়িত্ব দেওয়া হোক। প্রশিক্ষণার্থী তারানা তাবাসসুম ও রুবি আক্তার তাদের ড্রাইভিং কোর্সের অভিজ্ঞতা সম্পর্কে জানান, তাদের খুব ভালো লেগেছে ড্রাইভিং শিখতে পেরে। পরিবার থেকে কোনো বাধা পাননি। তবে কর্মক্ষেত্রে যেন তারা ড্রাইভিং করার সুযোগ পান, এটা চান। তারা আরও বলেন, 'আমাদের দেশে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মেয়েদের ড্রাইভিং শেখানোর ব্যবস্থা করলে তারা ড্রাইভিংয়ে অনেক এগিয়ে যাবে। পেশা হিসেবেও ড্রাইভিংকে বেছে নিতে পারবে।'
No comments