কিবরিয়ার ঘাতক মিঠুকে বাবরের মুখোমুখি করা হতে পারে- রিমান্ডের শুনানি আজ
সাবেক অর্থমন্ত্রী শাম্স কিবরিয়া
হত্যাকাণ্ডের ক্লু ও গ্রেনেডের উৎসসহ রাঘববোয়ালদের খুঁজে বের করতে এবার
সিআইডি কর্মকর্তারা হুজি নেতা মিঠুর সাথে বাবরকে মুখোমুখি করতে যাচ্ছে।
আর এরই কারণে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের আদালতে সাবেক অর্থমন্ত্রী শাম্স
কিবরিয়ার ওপর গ্রেনেড হামলাকারী সন্দেহে আটক হুজি নেতা মিজানুর রহমান
মিঠুকে হাজির করা হলেও তার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে কিবরিয়া
হত্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আবারও নতুন করে রিমান্ডে নেয়ার
আবেদন শুনানি অনুষ্ঠিত হবে আগামী রবিবার। ফলে মুখোমুখি হতে যাচ্ছে
বাবর-মিঠু। ওই দিন কড়া পুলিশী প্রহরায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট-১-এর বিজ্ঞ বিচারক সামছুল ইসলামের আদালতে মিঠুকে হাজির করে
সিআইডি। কিবরিয়া হত্যাকা-ের নেপথ্যে কে বা কারা এবং গ্রেনেডের উৎসসহ আরও
নানা কারণ বের করতে বাবরের সাথে মুখোমুখি করতেই সংশিস্নষ্ট মামলার
তদনত্মকারী কর্মকতর্া এএসপি রফিকুল ইসলাম হুজি নেতা মিঠুকে ১০ দিনের
রিমান্ড নিতে আবেদন করেন আদালতে। বিচারক এদিন তা না করে বুধবার শুনানির দিন
ধার্য করেন। একই সময় ওই তদনত্মকারী কর্মকতর্া কিবরিয়া হত্যাকা-ের কু
উদ্ঘাটনে আরও জিজ্ঞাসাবাদের জন্য বাবর-মিঠুকে মুখোমুখি করতে সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে আবেদন জানান
আদালতে। ফলে বিচারক সামছুল ইসলাম আগামী রবিবার ১৪ মার্চ বাবরের উপস্থিতিতে
শুনানির দিন ধার্য করেন। এ সময় রাষ্ট্রপ েমামলা পরিচালনা করেন পিপি
এ্যাডভোকেট আকবর হোসেন জিতু ও এ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল। সোমবার
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে র্যাব-৯ হুজি নেতা মিঠুকে আটক করে এবং
জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিলেটে তাদের অফিসে নিয়ে যায়। পরে মিঠুকে সিআইডির
হাতে তুলে দেয় র্যাব।
No comments