উড়োজাহাজের পাইলট অমিতাভ
অমিতাভ বচ্চন অভিনেতা না হলে কী হতেন?
হয়তো উড়োজাহাজের পাইলট। টেলিভিশন অনুষ্ঠান ‘ইন্ডিয়াস প্রাইম আইকন’-এর
চূড়ান্ত পর্বে অমিতাভ এসেছিলেন কদিন আগে।
সেখানে নিজের
গোপন এক গুণের কথা জানিয়ে দিলেন তিনি। বললেন, ‘আমি উড়োজাহাজ চালাতে পারি।
যদি বিপৎসংকুল মুহূর্তে উড়োজাহাজে থাকেন আপনি, তাহলে হয়তো আমি কাজে আসতে
পারি।’ সঙ্গে এও জানিয়ে দিলেন, অভিনয়জীবনে আসার আগে তাঁর স্বপ্ন ছিল
নিতান্তই সাধারণ। চেয়েছিলেন উড়োজাহাজের পাইলট হবেন। আইএএনএস।
No comments