ভালোবাসি এই মাঠ, ডোবা-খাল-বিল
ভালোবাসি দরিয়ায় উড়ে চলা চিল
দুপুরে রোদের ছায়া—শালিকের ঝাঁক
কচুরিপানার ফাঁকে ডাহুকের ডাক।
ঝিরিঝিরি বয়ে চলা নদীটির পাড়
আমার হূদয়জুড়ে করে তোলপাড়
চারপাশে দেখি কত ফুল-ফল-পাখি
আমাকে দুহাত তুলে করে ডাকাডাকি।
আমি তো এদের ডাকে রোজ দিই সাড়া
কে আছে বন্ধু বলো এই সব ছাড়া?
No comments