দূরাকাশে রংধনু রং
হঠাৎ দিল উঁকি,
মধ্যিখানে একটা খোকার
চেহারা চাঁদমুখী।
অদ্ভুতুড়ে রোদের হাসি
খোকার আগমনে,
বর যদি হয় খোকা তবে
কে হবে তার কনে?
রাত্রিবেলা চাঁদের বুড়ি
বলল হঠাৎ হেসে,
‘নাতনি আমার খোকার কাছে
বিয়ে দেব শেষে’।
আম্মা অবাক-আব্বা অবাক
অবাক পাড়ার লোকে,
‘একটা তারা কনে সেজে
করবে বিয়ে তোকে’।
No comments