শীতের খুশি by শিপ্রা গোস্বামী



শীত মানে তো কাঁথায় মুড়ে
বসে থাকার আয়েশ
শীতের ভোরে মায়ের হাতে
নলেন গুড়ের পায়েস।
মাঠের ভেতর সরষে ফুলের
হলুদ হাসির ঝলক
চতুর্দিকে হিম কুয়াশায়
যায় না ফেলা পলক।
শীতের বুড়ি তবু প্রিয়
প্রতিবছর আসুক
দুঃখ-জরা তাড়িয়ে দিয়ে
খুশির তোড়ে ভাসুক।

No comments

Powered by Blogger.