শীত মানে তো কাঁথায় মুড়েবসে থাকার আয়েশ শীতের ভোরে মায়ের হাতেনলেন গুড়ের পায়েস।মাঠের ভেতর সরষে ফুলেরহলুদ হাসির ঝলকচতুর্দিকে হিম কুয়াশায়যায় না ফেলা পলক।শীতের বুড়ি তবু প্রিয়প্রতিবছর আসুকদুঃখ-জরা তাড়িয়ে দিয়েখুশির তোড়ে ভাসুক।
No comments