কিশোরগঞ্জে ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অবহেলায় এবং ঝাড়ুদার (আয়া) দিয়ে ইনজেকশন পুশ করানোর ফলে স্কুলছাত্রী ইমার (৯) মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় চলছে।
সদরের কাতিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ওই ছাত্রীর মৃত্যুর জন্য দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। এ সময় বক্তৃতা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবির, সাবেক পৌর কমিশনার যুবলীগ নেতা নজরুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নাজমুল আলম, কাতিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেনা আক্তার ও নিহত স্কুলছাত্রীর পিতা মোঃ জালাল উদ্দিন। এ সময় তারা হাসপাতালে ডাক্তারদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি অনিয়ম-দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্য বন্ধ করার দাবি জানান।উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাতে নার্সের পরিবর্তে ঝাড়ুদার রাফিজা আক্তার নিলুফা ইনজেকশন পুশ করার পরপরই স্কুলছাত্রী ইমা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
No comments