শেষ হলো ফিজিকস অলিম্পিয়াড
শিক্ষার্থীদের পদার্থবিদ্যা চর্চায় আগ্রহী করে তুলতে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে আয়োজিত ‘ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড ২০১৩’ শেষ হয়েছে।
২৪ জানুয়ারি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ঢাকা বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষা ক্ষেত্রের প্রতিটি ধাপে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে এর গুরুত্ব আরও বেড়েছে। কারণ, বিশ্ব এখন তথ্যপ্রযুক্তির জ্ঞান ছাড়া চলতে পারে না। তিনি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞানে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
No comments