ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার- নারীর অগ্রযাত্রার পথে প্রধান প্রতিবন্ধক নির্যাতন
নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে নির্যাতন ও সহিংসতা। ক্রমবর্ধমান নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনা দেশের মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।
গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘নারী নির্যাতন ও যৌন সন্ত্রাস’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ বুক ক্লাব এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে এশিয়াটিক সোসাইটির সহসভাপতি মাহফুজা খানম বলেন, পদে পদে নারীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৌখিক ও শারীরিকভাবে এ নির্যাতন হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক এস এম ইমামুল হক বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন পারিবারিক, প্রাতিষ্ঠানিক ও সামাজিক শিক্ষার।
বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি শেখ আকরাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আবুল হোসেন, সাদিয়া শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments