বিভিন্ন মহলের শোক ॥ মুক্তিযুদ্ধ সংগঠক মাহবুবউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মাহবুবউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকার শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান মুক্তিযুদ্ধের এ সংগঠক। এদিকে ওই দিন অপরাহ্ণে ঢাকা থেকে মাহবুব চৌধুরীর লাশ তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের পিয়াইমে পৌঁছে। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ সম্মেলনের অংশগ্রহণে পিয়াইম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় সন্ধ্যার আগে মাহবুব উদ্দিনকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।তাঁর মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ এমপি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. ফরাশ উদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মুসফিক হোসেন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
No comments