মুক্তিযোদ্ধারা পুড়িয়ে ফেললেন জামায়াতের দেয়া কম্বল
সানত্মাহার, ২০ জানুয়ারি দারিদ্র্যতার সুযোগকে কাজে লাগিয়ে ৫ দরিদ্র মুক্তিযোদ্ধাকে দেয়া জামায়াতে ইসলামীর কম্বলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে সানত্মাহার শহরতলির ছাতিয়ান গ্রামে।
ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড বুধবার ছাতিয়ান গ্রাম হাই স্কুল চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে ইউনিয়ন মুক্তিযোদ্ধা ছাড়াও উপজেলা পর্যায়ের নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আজিজার রহমান জানান, গত বিজয় দিবসে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ দরিদ্র মুক্তিযোদ্ধাকে কম্বল দেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে ছাতিয়ান গ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলাম কর্তৃক দেয়া কম্বলগুলো আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ফেলার সিদ্ধানত্ম নেয়। বুধবার ছাতিয়ান গ্রামে মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষক আলহাজ আবু তাহের সরকারের আহ্বানে ওই সভাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল হামিদ তালুকদার। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজমল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ, এলকে আবুল হোসেন, মহসীন আলী, নজরম্নল ইসলাম, আবুল কাশেম, হাফিজার রহমান, লোকমান আলী প্রমুখ। সমাবেশ থেকে মুক্তিযোদ্ধারা দ্রম্নত যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করেন। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধারা জামায়াত কর্তৃক দেয়া ওই কম্বলগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়।
No comments