গুলশান থেকে পাঁচ ভুয়া টোল আদায়কারী গ্রেফতার
সিটি করপোরেশনের নকল রসিদ ছাপিয়ে পাঁচ ভুয়া টোল আদায়কারী চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১৬০০ টাকাসহ ১০টি নকল রসিদ বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচ জনের মধ্যে রয়েছে, রাশেদ (২৮), মোহাম্মদ দিনু মিয়া (২৮), মোহাম্মদ আসাদ শেখ (২৩), জয়নাল আবেদীন (৪৭) ও মারম্নফ হোসেন মিন্টু।
র্যার জানিয়েছে, গ্রেফতারকৃতরা গুলশানের ৪৬ নম্বর সড়কসহ বিভিন্ন লিং পয়েন্টে অবৈধভাবে সিটি করপোরেশনের রসিদ ছাপিয়ে দীর্ঘদিন যাবত রাসত্মায় পার্কিং ফি আদায় করে আসছিল। গ্রেফতারকৃতরা র্যাবের কাছে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, চাঁদা পার্কিং ফি আদায়ে সিটি করপোরেশনের অনুমতি ছিল না।
র্যার জানিয়েছে, গ্রেফতারকৃতরা গুলশানের ৪৬ নম্বর সড়কসহ বিভিন্ন লিং পয়েন্টে অবৈধভাবে সিটি করপোরেশনের রসিদ ছাপিয়ে দীর্ঘদিন যাবত রাসত্মায় পার্কিং ফি আদায় করে আসছিল। গ্রেফতারকৃতরা র্যাবের কাছে বিষয়টি স্বীকার করেছে। তারা বলেছে, চাঁদা পার্কিং ফি আদায়ে সিটি করপোরেশনের অনুমতি ছিল না।
No comments