কিলোমিটারে সর্বোচ্চ ১০ পয়সা- ভারতে ১০ বছর পর রেলভাড়া বাড়ল
ভারতে প্রতি কিলোমিটার রেলভাড়া দুই থেকে ১০ পয়সা বাড়ানো হয়েছে। ২১ জানুয়ারি মধ্যরাত থেকে এই ভাড়া কার্যকর হবে। দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছেন। গত এক দশকে দেশটিতে এই প্রথম রেলভাড়া বাড়ানো হলো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্লিপার ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ছয় পয়সা, এসি চেয়ারের ১০ পয়সা, এসি থ্রি টায়ার ১০ পয়সা, প্রথম শ্রেণী তিন পয়সা ও এসি টু টায়ার ছয় পয়সা বাড়ানো হয়েছে।
এর আগে গত বছরই তখনকার রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদি রেলভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাতে খেপে যান তাঁর দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রেলমন্ত্রীকে প্রত্যাহার করেন। ফলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তও আর বাস্তবায়ন হয়নি।
বর্তমান রেলমন্ত্রী পবন কুমার বানশাল বলেন, ‘ভাড়া বাড়ানোয় দুর্ভোগের সৃষ্টি হলেও আমাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। জনগণের কাছে আমাদের দাবি এটাই।’ তিনি জানান, ভাড়া বাড়ানোর ব্যাপারে জনগণের মতামত জানার জন্য দুই মাস ধরে তিনি দেশের বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন। এ সময় যাঁদের সঙ্গেই কথা হয়েছে, তাঁরা সবাই ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।
এর আগে গত বছরই তখনকার রেলমন্ত্রী দিনেশ ত্রিবেদি রেলভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তাতে খেপে যান তাঁর দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা রেলমন্ত্রীকে প্রত্যাহার করেন। ফলে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তও আর বাস্তবায়ন হয়নি।
বর্তমান রেলমন্ত্রী পবন কুমার বানশাল বলেন, ‘ভাড়া বাড়ানোয় দুর্ভোগের সৃষ্টি হলেও আমাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। জনগণের কাছে আমাদের দাবি এটাই।’ তিনি জানান, ভাড়া বাড়ানোর ব্যাপারে জনগণের মতামত জানার জন্য দুই মাস ধরে তিনি দেশের বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন। এ সময় যাঁদের সঙ্গেই কথা হয়েছে, তাঁরা সবাই ভাড়া বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।
No comments