মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে জনতা- র্যাব পরিচয়ে ডাকাতি সিরাজগঞ্জে আটক ৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের যুগনীদহে র্যাব পরিচয়ে ডাকাতি করার সময় জনতার হাতে চারজন আটক হয়েছে। এ সময় ডাকাতদের ব্যবহূত মাইক্রোবাসটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আটক চারজন হলো: রাব্বি মিয়া, আবদুল মান্নান, মর্তুজা আলী ও কবীর হোসেন। এছাড়া তাড়াশ উপজেলায় র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বেশ কয়েকজন গরু ব্যবসায়ী পাবনার বেড়া উপজেলার চতুরহাটে গরু বিক্রি করে টাকা নিয়ে ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন। বেড়া থেকেই মাইক্রোবাসে করে চালকসহ ছয়জন ডাকাত ট্রাকটির পিছু নেয়। সন্ধ্যা সাতটার দিকে ডাকাতেরা ট্রাকটি নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুরের যুগনীদহে সংকেত দিয়ে থামায়। এ সময় র্যাব পরিচয় দিয়ে একজন গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামিয়ে হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করলে ট্রাকে থাকা অন্য ব্যক্তিরা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন ছুটে আসে।
অবস্থা বেগতিক দেখে মাইক্রোবাসের চালকসহ তিনজন ডাকাত মাইক্রোবাস নিয়ে বগুড়ার দিকে চলে যায়। গরু ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে বাকি তিনজন পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে আটক হয়। পরে তালগাছী বাসস্ট্যান্ডের কাছে গাছের গুড়ি ফেলে মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় দুজন পালিয়ে যায়। কিন্তু চালককে জনতা আটক করে। পরে বিক্ষুব্ধ লোকজন মাইক্রোবাসটি তালগাছী আবু ইছহাক উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেয়। লোকজন আটক চারজনকে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবদুল জলিল জানান, ডাকাতেরা র্যাব পরিচয়ে ডাকাতির কথা স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঠান্ডু মিয়া বাদী হয়ে ডাকাতি মামলা করেছেন। আটক চারজনকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের পোশাক পরে ১৫-২০ জন ডাকাত তাড়াশ উপজেলার ভাতড়া গ্রামের আয়নাল মণ্ডলের বাড়িতে হানা দেয়। তারা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নেয়। এর পর ডাকাতেরা রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের নুরাল মণ্ডল, ইমান আলী, শাহ জামাল ও গোলজার হোসেনের বাড়িতে হানা দিয়ে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ অন্তত চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। বাধা দিলে ডাকাতেরা নুরাল মণ্ডলের স্ত্রী সেলিনা বেগমকে কুপিয়ে আহত করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বেশ কয়েকজন গরু ব্যবসায়ী পাবনার বেড়া উপজেলার চতুরহাটে গরু বিক্রি করে টাকা নিয়ে ট্রাকযোগে বাড়ি ফিরছিলেন। বেড়া থেকেই মাইক্রোবাসে করে চালকসহ ছয়জন ডাকাত ট্রাকটির পিছু নেয়। সন্ধ্যা সাতটার দিকে ডাকাতেরা ট্রাকটি নগরবাড়ী-বগুড়া মহাসড়কের শাহজাদপুরের যুগনীদহে সংকেত দিয়ে থামায়। এ সময় র্যাব পরিচয় দিয়ে একজন গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামিয়ে হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করলে ট্রাকে থাকা অন্য ব্যক্তিরা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন ছুটে আসে।
অবস্থা বেগতিক দেখে মাইক্রোবাসের চালকসহ তিনজন ডাকাত মাইক্রোবাস নিয়ে বগুড়ার দিকে চলে যায়। গরু ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে বাকি তিনজন পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর হাতে আটক হয়। পরে তালগাছী বাসস্ট্যান্ডের কাছে গাছের গুড়ি ফেলে মাইক্রোবাসটি আটক করা হয়। এ সময় দুজন পালিয়ে যায়। কিন্তু চালককে জনতা আটক করে। পরে বিক্ষুব্ধ লোকজন মাইক্রোবাসটি তালগাছী আবু ইছহাক উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে আগুন ধরিয়ে দেয়। লোকজন আটক চারজনকে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবদুল জলিল জানান, ডাকাতেরা র্যাব পরিচয়ে ডাকাতির কথা স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ডাকাতি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঠান্ডু মিয়া বাদী হয়ে ডাকাতি মামলা করেছেন। আটক চারজনকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের পোশাক পরে ১৫-২০ জন ডাকাত তাড়াশ উপজেলার ভাতড়া গ্রামের আয়নাল মণ্ডলের বাড়িতে হানা দেয়। তারা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নেয়। এর পর ডাকাতেরা রাত দেড়টার দিকে পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের নুরাল মণ্ডল, ইমান আলী, শাহ জামাল ও গোলজার হোসেনের বাড়িতে হানা দিয়ে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ অন্তত চার লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। বাধা দিলে ডাকাতেরা নুরাল মণ্ডলের স্ত্রী সেলিনা বেগমকে কুপিয়ে আহত করে।
No comments