স্পেনে জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ
রেস্তোরাঁ, বার, ক্লাব, পার্টি, ক্যাসিনো, বিমানবন্দরসহ আবদ্ধ ও জনসমাগমের স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে স্পেনে। কয়েকটি উন্মুক্ত স্থানে নিষিদ্ধ হয়েছে ধূমপান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ধূমপানবিরোধী নীতিমালার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল রবিবার থেকে আইনটি কার্যকর হয়েছে।
ইউরোপের চতুর্থ বৃহৎ তামাক উৎপাদনকারী দেশ স্পেন। ঐতিহ্যগতভাবেই দেশটির হোটেল, রেস্তোরাঁ, বারে ধূমপান একটি স্বাভাবিক রীতি হয়ে আছে বহুদিন ধরে। আইনটি কার্যকরের মধ্যদিয়ে দেশটি ধূমপানের বিরুদ্ধে ইইউর অন্যতম কট্টরপন্থী দেশের কাতারে নাম লেখাল। এর আগে আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইতালিসহ ইইউভুক্ত ১৭টি দেশে জনসমাগম ও আবদ্ধ স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়। ২০১২ সালের মধ্যে ইইউর ২৭ সদস্যের সব দেশে পর্যায়ক্রমে এ রকম স্থানে ধূমপান নিষিদ্ধ করা হবে। আয়ারল্যান্ড ২০০৪ সালে ইইউর প্রথম দেশ হিসেবে এসব স্থানে ধূমপান নিষিদ্ধ করে। স্পেনের ধূমপানবিরোধী আইনে রেস্তোরাঁ, বার ছাড়াও শিশুদের খেলার মাঠ, স্কুল ও হাসপাতালে প্রবেশমুখের এলাকা ধুমপানমুক্ত এলাকার আওতায় পড়বে। সূত্র : এপি, এএফপি।
ইউরোপের চতুর্থ বৃহৎ তামাক উৎপাদনকারী দেশ স্পেন। ঐতিহ্যগতভাবেই দেশটির হোটেল, রেস্তোরাঁ, বারে ধূমপান একটি স্বাভাবিক রীতি হয়ে আছে বহুদিন ধরে। আইনটি কার্যকরের মধ্যদিয়ে দেশটি ধূমপানের বিরুদ্ধে ইইউর অন্যতম কট্টরপন্থী দেশের কাতারে নাম লেখাল। এর আগে আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইতালিসহ ইইউভুক্ত ১৭টি দেশে জনসমাগম ও আবদ্ধ স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়। ২০১২ সালের মধ্যে ইইউর ২৭ সদস্যের সব দেশে পর্যায়ক্রমে এ রকম স্থানে ধূমপান নিষিদ্ধ করা হবে। আয়ারল্যান্ড ২০০৪ সালে ইইউর প্রথম দেশ হিসেবে এসব স্থানে ধূমপান নিষিদ্ধ করে। স্পেনের ধূমপানবিরোধী আইনে রেস্তোরাঁ, বার ছাড়াও শিশুদের খেলার মাঠ, স্কুল ও হাসপাতালে প্রবেশমুখের এলাকা ধুমপানমুক্ত এলাকার আওতায় পড়বে। সূত্র : এপি, এএফপি।
No comments