ছাত্রদল নেতাকমর্ীদের বিরম্নদ্ধে মামলা প্রত্যাহার দাবি খালেদার
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরম্নল ইসলাম আলিমসহ ছাত্রদল নেতাকর্মীদের বিরম্নদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হিসেবে আখ্যায়িত করে বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদনত্মের মাধ্যমে ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ছাত্রদলের নেতৃবৃন্দের ওপর প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করে শাসত্মির দাবি জানিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমান আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীরা ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্য ছাত্রদল নেতৃবৃন্দের ওপর বর্বরোচিত হামলা চালায়। এতে মারাত্মক আহত হয়ে ছাত্রদল নেতৃবৃন্দ এখনও বিভিন্ন হাসপাতালে মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ছে। সরকারের তল্পিবাহক পুলিশের সামনে চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসী ও ক্যাডাররা তা-বলীলা চালালেও পুলিশ নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে, যা বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে এবং সকল জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত হয়েছে। সারাদেশে এর প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উলেস্নখ করে খালেদা জিয়া বলেন, কিন্তু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যাচারের মাধ্যমে ছাত্রদলের নির্দোষ নেতৃবৃন্দের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরম্নল ইসলাম আলিমসহ তিন শ' নেতাকর্মীকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বিবৃতিতে খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এহেন ফ্যাসিস্ট কর্মকা- সরকারের সাম্প্রতিক দেশবিরোধী চুক্তির বিরম্নদ্ধে গণরোষ থেকে দৃষ্টি অন্যত্র সরানোর অপচেষ্টার নামানত্মর বলেই প্রতীয়মান হয়। বিএনপি চেয়ারপার্সন ছাত্রদল নেতাদের বিরম্নদ্ধে দায়েরকৃত মামলাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হিসেবে আখ্যায়িত করে এ মামলা দায়েরের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তিনি অবিলম্বে সকল হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিচার বিভাগীয় তদনত্মের মাধ্যমে টুকুসহ ছাত্রদল নেতৃবৃন্দের ওপর প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করে শাসত্মি প্রদানের দাবি জানান।
No comments