প্রধানমন্ত্রী রাশিয়া যাচ্ছেন ১৪ জানুয়ারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে ১৪ জানুয়ারি রাশিয়া যাচ্ছেন। চার দশক পর এটি হবে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার প্রথম মস্কো সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর রাশিয়া সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
রাশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। ওই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া ওই সফরের সময় রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভসহ সে দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। শেখ হাসিনার রাশিয়া সফরের সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
মস্কোতে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ছাত্রদের উদ্দেশে বক্তৃতা করবেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালের এপ্রিলে মস্কো সফরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মস্কো স্টেট ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি সে সময় মস্কো সফর করেন।
মস্কোতে অবস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ছাত্রদের উদ্দেশে বক্তৃতা করবেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালের এপ্রিলে মস্কো সফরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মস্কো স্টেট ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি সে সময় মস্কো সফর করেন।
No comments