শরণখোলায় ২২ রাজাকারের বিরুদ্ধে মামলা
বাগেরহাটের শরণখোলায় যুদ্ধাপরাধের অভিযোগে পাকিসত্মান সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ও জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির এ.কে.এম. ইউসুফসহ ২২ রাজাকারের বিরম্নদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার শরনখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মুক্তিযোদ্ধা পিতা হত্যার অভিযোগে আঃ রহিম তালুকদার ও সোনাতলা গ্রামের মুক্তিযোদ্ধা ভাইসহ দুইজনকে হত্যার অভিযোগে মোঃ তোফাজ্জেল ব্যাপারী বাদী হয়ে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাখিবুল ইসলামের আদালতে দুটি মামলা দায়ের করেন। মামলায় অপর আসামীরা হলেন- সোনাতলা গ্রামের আঃ আজিজ হাওলাদার (৬০), আঃ হাকিম খাঁ (৭০), আঃ রব হাওলাদার (৬৫), ইসমাইল খাঁ (৭৫), আলতাফ খাঁ (৭০), বকুলতলা গ্রামের নজির মৃধা (৭৬), খুড়িয়াখালির মোসলেম আকন (৭৫), কদমতলার সুলতান মৃধা (৭০), রায়েন্দা বাজার এলাকার আবুল হারেজ খাঁ (৭০) ও আঃ হক আকন (৭০), রাজাপুরের হাফেজ মোঃ নুরম্নল ইসলাম (৭০), আঃ রবসহ অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জন। আদালত বাদীদের অভিযোগ আমলে নিয়ে শরণখোলা থানার ওসিকে মামলা দুটি রেকর্ডভুক্ত করার নির্দেশ দিয়েছে।
No comments