রংপুর ও সিলেটের জয়
বিপিএলের দ্বিতীয় আসরে খুলনায় টানা দ্বিতীয় জয় পেয়েছে আব্দুর রাজ্জাকের
নেতৃত্বাধীন নতুন দল রংপুর রাইডার্স। বুধবার শেখ আবু নাসের স্টেডিয়ামে
দিনের প্রথম খেলায় বরিশাল বার্নার্সকে ৭ রানে হারিয়েছে দলটি।
ওপেনার শামসুর
রহমানের চমৎকার হাফ সেঞ্চুরির (ম্যাচসেরা ৪০ বলে ৬৬ রান) ওপর ভর করে
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। বড়
তারকা নাসির হোসেন ২৭ রান করে আউট হন। জবাবে ব্র্যাড হজ (৫৮) ও সাব্বির
রহমানের (৬৯) দুই সেঞ্চুরি সত্ত্বেও ৮ উইকেটে ১৬৭ রানে থেমে যায় বরিশালের
ইনিংস। রাইডার্স নেতা রাজ্জাক ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষকে
বেঁধে রাখেন। অপর ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে ৬ উইকেটের বড় ব্যবধানে
হারিয়েছে জাতীয় অধিনায়ক মুশফিকুর রহীমের সিলেট রয়্যালস। রিকি ওয়েসেলসের
অপরাজিত ৬৩ রানের ওপর ভর করে ৭ উইকেটে ১৪৫ রান করে শাহরিয়ার নাফীসের খুলনা।
জবাবে জিম্বাবুইয়ান হ্যামিল্টন মাসাকাদজার ৩০ বলে ৫২, পল স্টার্লিংয়ের ১৪
বলে ৩৮ ও মুশফিকের ১৯ বলে ২১ রানের ওপর ভর করে ১৬.২ ওভারে ৪ উইকেট হারিয়ে
জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। আজ রয়েছে দুটি ম্যাচ (বরিশাল-চিটাগাং ও
খুলনা-রাজশাহী)।
No comments