দিল্লিতে গণধর্ষণ- আইন পরিবর্তনের দাবি ছাত্রীর বাবার
ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রীর (২৩) বাবা ওই ঘটনার বিচারের জন্য প্রচলিত আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন।
গণধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক কিশোরকে বিচারের আওতায় আনার জন্য আইন পরিবর্তনের দাবি উঠেছে। ওই কিশোরকে প্রচলিত আইন অনুযায়ী ভিন্ন আদালতে বিচার করা হবে। এ কারণে সে দোষী সাব্যস্ত হলেও সর্বোচ্চ তিন বছরের সাজা পাবে। প্রয়াত সেই ছাত্রীর বাবা বলেন, ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে তিনি সরকারের কাছ থেকে নিশ্চয়তা চান। অপরাধী কিশোর প্রচলিত আইনের ফাঁক গলে কঠোর সাজা থেকে রেহাই পেতে পারে।নয়াদিল্লিতে চলন্ত বাসে গত ১৬ ডিসেম্বর ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন।
মামলা স্থানান্তরের আবেদন নাকচ: গণধর্ষণের মামলাটি নয়াদিল্লি থেকে স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি আলতামাস কবিরের নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ গতকাল ওই আবেদন নাকচ করে বলেন, গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের একজনের পক্ষে অবস্থান নেওয়ার অধিকার ওই আইনজীবীর নেই। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।
No comments