শুরু হলো ‘গর্ব’
রু হয়েছে পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘গর্ব’। প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন সাবিনা ইয়াসমীন, তপন চৌধুরী ও কনকচাঁপা। গত মঙ্গলবার এফডিসির ৯ নম্বর ফ্লোরে শুরু হলো এ প্রতিযোগিতা নিয়ে টিভি অনুষ্ঠানের ধারণকাজ।
উপস্থাপনা করছেন আব্দুন নূর তুষার। তাঁকে সহযোগিতা করছেন চৈতি ও রমিজ রাজু। মঙ্গলবার বিকেলে শুরুতেই প্রতিযোগীদের গান শুনে মুগ্ধ হন বিচারকেরা। তাঁদের মতে, প্রত্যেকেই খুব ভালো গান গাইছেন। প্রতিযোগিতাটি আয়োজন করেছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। আর তা আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ‘মাত্রা’। মাত্রার ব্যবস্থাপনা অংশীদার আফজাল হোসেন বলেন, পুরো প্রতিযোগিতার ধারণকাজ শেষ হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আর তা চ্যানেল আইয়ে প্রচার শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। মোট ১৬টি পর্ব প্রচারিত হবে।তিনি জানান, প্রতিযোগিতায় যিনি প্রথম হবেন, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১০ লাখ টাকা।
No comments