প্রীতিলতার জন্মবার্ষিকীতে পটিয়ায় ৩ দিনের অনুষ্ঠান আজ শুরু
বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৯তম জন্মবার্ষিকী উপল েচট্টগ্রামের পটিয়ার ধলঘাটে আজ বৃহস্পতিবার থেকে শুরম্ন হচ্ছে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আয়োজন এতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তথ্যচিত্র প্রদর্শন, নাটক, কবিয়াল সমাবেশ, নির্ধারিত বক্তব্য, প্রীতিলতা স্মারক প্রদান, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রীতিলতা ট্রাস্ট সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানমালার মঞ্চ উদ্বোধন করবেন সাংবাদিক আবুল মোমেন। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা লে. জেনারেল (অব) হারম্নন উর রশিদ বীর উত্তম। বিকেলে থাকছে নাটিকা, তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনাসভা। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিপি ও অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক প্রকৌশলী আবদুস সবুর। পরদিন শুক্রবারের কর্মসূচীতে রয়েছে নাটিকা, কবিয়াল সমাবেশ ও লোককবির আসর। এদিন সকালে আলোচনাসভা অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন প্রকৌশলী স্বপন কানত্মি বড়ুয়া আর প্রধান অতিথি থাকবেন প্রাক্তন লায়ন গবর্নর নাদের খান। বিকেলের অনুষ্ঠান উদ্বোধন করবেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং প্রধান অতিথি থাকবেন পটিয়া আসনের এমপি শামসুল হক চৌধুরী। সমাপনী দিন শনিবার থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিনের প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। বিকেলে অনুষ্ঠিত হবে নারী সমাবেশ, শপথবাক্য পাঠ, প্রীতিলতা স্মারক প্রদান, নাটক ও আলোচনাসভা। এতে প্রধান অতিথি থাকবেন আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরম্নল ইসলাম। শপথবাক্য পাঠ করাবেন বিশিষ্ট লেখিকা শহীদ জায়া বেগম মুশতারি শফি।
No comments