পুলিশের উচ্চ পর্যায়ের ২৯ কর্মকর্তা রদবদল
পুলিশের উচ্চ পর্যায়ের ২৯ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন এক ডিআইজি, এক অতিরিক্ত ডিআইজ এবং ২৭ এসপি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়েছে।
পুলিশ সদর দফতরে ডিআইজি পদে বদলির আদেশাধীন ডা. আফতাবউদ্দিন আহমেদ সিলেট মেট্রোপলিটন কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি), সুদান মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে যোগদানকৃত ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রৌশন আরা বেগম ঢাকা সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম পুলিশ সদর দফতরের এআইজি, বরিশালের পুলিশ সুপার মাহবুবর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরম্নল কবির বরিশালের পুলিশ সুপার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) সাজ্জাদুর রহমান ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার (চলতি দায়িত্ব), হবিগঞ্জের পুলিশ সুপার ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া নরসিংদীর পুলিশ সুপার, নরসিংদীর পুলিশ সুপার আলী মিয়া হবিগঞ্জের পুলিশ সুপার, পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (চ. দা.) মোহাম্মদ নজরম্নল হোসেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার জামিল আহমদ পাবনার পুলিশ সুপার, সিলেটের পুলিশ সুপার এম রম্নহুল আমিন ঢাকা সিআইডির বিশেষ পুলিশ সুপার, কক্সবাজারের পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সিলেটের পুলিশ সুপার, টাঙ্গাইলের পুলিশ সুপার পদে বদলির আদেশাধীন চট্টগ্রাম নবম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) এসএম রোকনউদ্দিন রাজশাহীর পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার শামসুদ্দিন ঝালকাঠির পুলিশ সুপার, ঝালকাঠির পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এম খুরশীদ হোসেন ডিএমপি, দিনাজপুরের পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিক খাগড়াছড়ির পুলিশ সুপার, বরগুনার পুলিশ সুপার তানভির হায়দার চৌধুরী খুলনার পুলিশ সুপার, ঢাকা পুলিশ সদর দফতরের এআইজি নজরম্নল ইসলাম চুয়াডাঙ্গার পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল বাতেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার, লাইবেরিয়া মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে যোগদানকৃত ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর রেজাউল আলম কিশোরগঞ্জের পুলিশ সুপার, ঢাকা পুলিশ সদর দফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ সুপার) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর রাজশাহীর উপ-পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশাধীন বগুড়া চতুর্থ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) দেলোয়ার হোসেন মিয়া ময়মনসিংহ মুক্তাগাছা দ্বিতীয় এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), মৌলভীবাজারের পুলিশ সুপার আবদুল আলিম মাহমুদ ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার, কঙ্গো মিশন হতে প্রত্যাগত এবং পুলিশ সদর দফতরে যোগদানকৃত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হারম্নন-অর-রশীদ মৌলভীবাজারের পুলিশ সুপার, ঢাকা এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সরদার নুরম্নল আমিনকে ঢাকা পুলিশ সদর দফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
No comments