সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে বৈঠক
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক ও সংলাপ বুধবার সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি, পৌর কমিশনার ফরিদা আক্তার বিউটি, কলেজ শিক্ষক আনিছুর রহিম, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক খালিদুর রহমান, প্রগতির নির্বাহী পরিচালক অধ্যক্ষ আশেক-ই- এলাহী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত। সংলাপে বক্তারা সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে নদী ও সংযোগ খালের মুখে অপরিকল্পিতভাবে নির্মিত বেড়িবাঁধ ও সøুইজ গেট অপসারণসহ অপরিকল্পিত চিংড়ি চাষ বন্ধ ও পানি প্রবাহ সৃষ্টি করতে নদী ও খালের বুকে জেগে ওঠা চরের বন্দোবস্ত বাতিল করার প্রস্তাবনা রাখেন। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে সরকারী কর্মসূচীতে জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি কাজ সঠিকভাবে করা হচ্ছে কিনা সেজন্য তদারকি কমিটিতে প্রশাসনের সঙ্গে নেতৃবৃন্দকে সম্পৃক্ত করার দাবি সুপারিশ করেন।
No comments