জামায়াতের নেতা শফিকুর আরও দুই মামলায় রিমান্ডে
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা রাজধানীর উত্তরা পশ্চিম থানার দুটি মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে দুই দিন করে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
এর আগে তেজগাঁও থানায় করা আইনমন্ত্রীর গাড়িবহরে হামলা ও হাজারীবাগ থানার একটি মামলায় শফিকুলকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে তাঁকে গতকাল বৃহস্পতিবার শফিকুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিন করে দুটি মামলায় মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।ঢাকার মহানগর হাকিম মো. মনিরুজ্জামান দুই দিন করে মোট চার দিন রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া গতকাল শফিকুর রহমানের জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
No comments