সত্যিকারের সবজান্তা- বিবিধ
ফ্রেডি সাদ্দাম নামের দক্ষিণ আফ্রিকার কাইজার চিফ ফুটবল দলের এক সমর্থক দাবি করেন, তিনিই প্রথম ১৯৬৫ সালে সাইকেলের ভেঁপু থেকে ভুভুজেলা উদ্ভাবন করেন। ১৯৪৯ সালে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় হাঙ্গেরিয়ান-আমেরিকান গণিতবিদ জন নিউম্যান কম্পিউটার ভাইরাসের প্রথম তাত্ত্বিক ধারণা দেন।
অবশ্য কম্পিউটার ভাইরাস শব্দটি তখনো প্রচলিত হয়নি। পরে জনের এই ধারণা থিওরি অব সেলফ রিপ্রডিউসিং অটোমাটা নামে প্রবন্ধাকারে প্রকাশিত হয়।
প্রশান্ত মহাসাগরের অন্তর্গত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রবালপ্রাচীর, যা প্রায় ৯০০টি ছোট-বড় দ্বীপ এবং ২৯ হাজারের বেশি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত।
টেলিভিশনে প্রথম বিজ্ঞাপন প্রচারিত হয় ১ জুলাই ১৯৪১ সালে। ঘড়ির এই বিজ্ঞাপনটি ফিলাডেলফিয়া ফিলিস এবং ব্রুকলিন ডগার্স নামের দুটি দলের মধ্যকার বেস বল ম্যাচের আগে প্রচার করা হয়।
গবেষণায় দেখা গেছে একজন আমেরিকান শিশুর বয়স ১৪ না হতেই সে টেলিভিশনে প্রায় ১১ হাজার খুনের দৃশ্য দেখে ফেলে।
মোবাইল ফোনের মাধ্যমে সবচেয়ে বেশি এসএমএস পাঠায় ফিলিপিনোরা। দিনে গড়ে ৪০ কোটি হিসাবে বছরে প্রায় ১৪ হাজার ৬০০ কোটি এসএমএস পাঠায় তারা।
সূত্র: ফানফ্যাক্টস
প্রশান্ত মহাসাগরের অন্তর্গত গ্রেট ব্যারিয়ার রিফ বিশ্বের সবচেয়ে বড় প্রবালপ্রাচীর, যা প্রায় ৯০০টি ছোট-বড় দ্বীপ এবং ২৯ হাজারের বেশি প্রবালপ্রাচীর নিয়ে গঠিত।
টেলিভিশনে প্রথম বিজ্ঞাপন প্রচারিত হয় ১ জুলাই ১৯৪১ সালে। ঘড়ির এই বিজ্ঞাপনটি ফিলাডেলফিয়া ফিলিস এবং ব্রুকলিন ডগার্স নামের দুটি দলের মধ্যকার বেস বল ম্যাচের আগে প্রচার করা হয়।
গবেষণায় দেখা গেছে একজন আমেরিকান শিশুর বয়স ১৪ না হতেই সে টেলিভিশনে প্রায় ১১ হাজার খুনের দৃশ্য দেখে ফেলে।
মোবাইল ফোনের মাধ্যমে সবচেয়ে বেশি এসএমএস পাঠায় ফিলিপিনোরা। দিনে গড়ে ৪০ কোটি হিসাবে বছরে প্রায় ১৪ হাজার ৬০০ কোটি এসএমএস পাঠায় তারা।
সূত্র: ফানফ্যাক্টস
No comments