বই লিখছেন প্রীতি
বই লিখছেন প্রীতি জিনতা। তবে যেন তেন বই নয়। খোদ নিজের আত্মজীবনী। তিনি তার ব্যক্তিগত জীবনের চমকপ্রদ সব তথ্য এ বইয়ে তুলে ধরবেন। ইতোমধ্যেই তিনি বই লেখা শুরু করে দিয়েছেন।
এ বইতে তিনি গণমাধ্যমের তীব্র সমালোচনা করবেন বলেও জানিয়েছেন।
এ প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ‘বিভিন্ন সময় আমার সম্পর্কে ছড়ানো গুজবের প্রতিবাদে আমি এ বইটি লিখেছি।’
প্রীতির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি তার বইতে গণমাধ্যমের ইতিবাচক-নেতিবাচক দুটি দিকই তুলে ধরেছেন। বর্তমানে প্রীতি জিনতা নিজের প্রযোজিত ও অভিনীত ‘ইশ্ক ইন প্যারিস’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
তিনি এ ছবির মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর আবারো বলিউড দুনিয়ায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। ছবির প্রয়োজনে এক প্রকার বাধ্য হয়েই তিনি শরীরচর্চা শুরু করেছেন।
এছাড়া ডায়েট কন্ট্রোলের মাধ্যমে প্রায় ১৫ কেজি ওজন কমিয়েছেন।
উল্লেখ্য, গত সপ্তাহে ফারহান আকতার পরিচালিত ‘লাক্ষশায়া’ ছবিতে প্রীতি চুক্তিবদ্ধ হয়েছেন।
No comments