রেমব্রান্টের চিত্রকর্ম হারিয়ে ফেলেছে ডাক বিভাগ
পয়সা বাঁচাতে গিয়ে বিখ্যাত ডাচ্ শিল্পী রেমব্রান্টের একটি চিত্রকর্ম হারিয়ে ফেলেছে নরওয়ের একটি আর্ট গ্যালারি কর্তৃপক্ষ। কুরিয়ার ও বিমার খরচ বাঁচাতে চিত্রকর্মটি সাধারণ ডাকে পাঠানো হয়েছিল। এক ব্রিটিশ ব্যবসায়ীর কাছ থেকে রেমব্রান্টের এচিং ‘লিভেন ভিলেমস ভ্যান কোপেনল,
রাইটিং মাস্টার’-এর একটি কপি কিনেছিল নরওয়ের সোলি ব্রুগ গ্যালারি। ১৬৫৮ সালের দিকের এ কাজটির মূল্য প্রায় পাঁচ হাজার ৪০০ পাউন্ড বলে ধরা হচ্ছে।
সোলি ব্রুগ গ্যালারির চেয়ারম্যান ওলে দেরি জানান, কুরিয়ার ও বিমার খরচ ‘একটু বেশিই’ হওয়ায় তাঁরা চিত্রকর্ম সাধারণ ডাকেই পরিবহন করে থাকেন। কেনার পর তিনি ডাক বিভাগের কাছ থেকে চিঠি পান, চিত্রকর্মটি এসে পৌঁছেছে। কিন্তু ডাকঘর থেকে বুঝে নিতে গিয়ে দেখেন, তা খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওলে দেরি বলেন, চিত্রকর্মটির মূল্য ৪০ থেকে ৫০ হাজার ক্রাউন (চার হাজার ৩২৫ থেকে পাঁচ হাজার ৪০৫ পাউন্ড)। কিন্তু ডাক বিভাগ মাত্র ৫০০ থেকে এক হাজার ক্রাউন ক্ষতিপূরণ দিতে চাইছে।
ডাক বিভাগ দুঃখ প্রকাশ করে বলেছে, এ ধরনের মূল্যবান জিনিসের ক্ষেত্রে সাধারণ ডাকের বদলে আরও যথাযথ সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।
রেমব্রান্ট ইউরোপীয় শিল্প-ইতিহাসের সবচেয়ে নামী শিল্পীদের একজন। বিবিসি।
সোলি ব্রুগ গ্যালারির চেয়ারম্যান ওলে দেরি জানান, কুরিয়ার ও বিমার খরচ ‘একটু বেশিই’ হওয়ায় তাঁরা চিত্রকর্ম সাধারণ ডাকেই পরিবহন করে থাকেন। কেনার পর তিনি ডাক বিভাগের কাছ থেকে চিঠি পান, চিত্রকর্মটি এসে পৌঁছেছে। কিন্তু ডাকঘর থেকে বুঝে নিতে গিয়ে দেখেন, তা খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওলে দেরি বলেন, চিত্রকর্মটির মূল্য ৪০ থেকে ৫০ হাজার ক্রাউন (চার হাজার ৩২৫ থেকে পাঁচ হাজার ৪০৫ পাউন্ড)। কিন্তু ডাক বিভাগ মাত্র ৫০০ থেকে এক হাজার ক্রাউন ক্ষতিপূরণ দিতে চাইছে।
ডাক বিভাগ দুঃখ প্রকাশ করে বলেছে, এ ধরনের মূল্যবান জিনিসের ক্ষেত্রে সাধারণ ডাকের বদলে আরও যথাযথ সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।
রেমব্রান্ট ইউরোপীয় শিল্প-ইতিহাসের সবচেয়ে নামী শিল্পীদের একজন। বিবিসি।
No comments