সিউয়ে মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট মনোনীত

কট্টরপন্থী বলে পরিচিত মিয়ানমারের সাবেক সেনা কর্মকর্তা মিন্ট সিউয়েকে দেশটির নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। সামরিক সূত্র গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ওয়াই লিন বলেন, ‘আমরা বিশ্বাস করি মিন্ট সিউয়ে দেশের জন্য আরও কাজ করতে পারেন।’


ইয়াঙ্গুনের মুখ্যমন্ত্রী মিন্ট সিউয়ে মিয়ানমারের সাবেক সামরিক জান্তার ঘনিষ্ঠ ছিলেন। তিনি ২০০৭ সালে দেশটিতে বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে বিক্ষোভ দমনে কঠোর ভূমিকা পালন করেন। মিয়ানমারের পার্লামেন্টে বর্তমানে এক-চতুর্থাংশ আসন সাবেক সামরিক কর্মকর্তাদের দখলে রয়েছে।
মন্ত্রিসভায় রদবদলের প্রত্যাশার মুখে নতুন ভাইস প্রেসিডেন্ট মনোনীত করা হলো। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত সোমবার প্রথমবারের মতো পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন। এর কয়েক ঘণ্টা পরেই দেশটির ছয়জন উপমন্ত্রীর দপ্তর পুনঃ বণ্টনের খবর প্রচার করে সরকারি সংবাদমাধ্যম। এএফপি।

No comments

Powered by Blogger.