আজ বিশ্ব জনসংখ্যা দিবস-জনসংখ্যানীতি চূড়ান্ত করেছে মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জাতীয় জনসংখ্যানীতি চূড়ান্ত করেছে। ১৫ দিনের মধ্যে জনসংখ্যানীতি মন্ত্রিসভায় পাস হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির গতকাল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মন্ত্রণালয় এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সরকার ‘এক সন্তান’ নীতি গ্রহণ করতে যাচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, মন্ত্রিসভা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আজ বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সর্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা’। জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দিবসটির সাফল্য কামনা করেছেন।
আজ বুধবার বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সর্বজনীন প্রজনন স্বাস্থ্যের জন্য পরিবার পরিকল্পনা’। জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দিবসটির সাফল্য কামনা করেছেন।
No comments