বিশ্বব্যাংকের সামনে বিক্ষোভ সফল করতে প্রস্তুতিসভা

পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্তকে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে মনে করছে ভার্জিনিয়া আওয়ামী লীগ এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। ৯ জুলাই অপরাহ্নে পৃথক দুটি সমাবেশ থেকে এ অভিযোগ করা হয়েছে।


তারা সকলেই ১১ জুলাই বুধবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরের সামনে বিক্ষোভ-কর্মসূচী সফল করার সঙ্কল্প ব্যক্ত করেছেন। উল্লেখ্য, বিশ্বব্যাংকের আজগুবি দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ১১ জুলাই ব্যাংকটির সদর দফতরের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের অনুমতি সংগ্রহ করেছে। এ কর্মসূচীর সমর্থনে নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভানিয়া, বস্টনে প্রস্তুতি সভা হয়েছে। ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেস সিটির শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন থেকেও বিশ্বব্যাংকের এ সিদ্ধান্তকে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের একটি অংশ বলে উল্লেখ করা হয়। এ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহসভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন প্রমুখ।
ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আর্লিংটনে লী হাইওয়েতে খাবার ঘর রেস্টুরেন্টে। সভাপতিত্ব করেন এ শাখার সভাপতি রফিক পারভেজ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জি আই রাসেল। বিশ্বব্যাংকের এহেন আচরণকে সকল রীতিনীতির পরিপন্থী হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেরিনা চৌধুরী, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ জাকির হুসাইন প্রমুখ।
এদিকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরনবী, সিনিয়র সহসভাপতি জাকারিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা খোরশেদ খন্দকার এক যুক্ত বিবৃতিতে ১১ জুলাই বিশ্বব্যাংকের এহেন সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.