ব্রিটেনে যৌনতা নির্ভর উপন্যাসের অনন্য রেকর্ড
মাত্র ১১ সপ্তাহে দশ লক্ষ বই বিক্রি করে ব্রিটেনের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে একটি বই৷ যার নাম ‘ফিফটি শেডস অফ গ্রে’৷ ই এল জেমস এই বইয়ের লেখক৷ এর আগের রেকর্ডটি ছিল ড্যান ব্রাউনের৷ আর বইয়ের নাম ছিল ‘দ্য দা ভিনচি কোড’৷ মোট ৩৬ সপ্তাহ লেগেছিল তার দশ লক্ষের মাইলফলকে পৌঁছাতে৷ অর্থাৎ জেমস’র বইয়ের চেয়ে প্রায় দুইগুন বেশি সময় লেগেছে৷
এখন মনে প্রশ্ন জাগতে পারে, কী এমন বই যেটা ব্রিটিশ সমাজে এত সাড়া ফেলে দিয়েছে! উত্তর - যৌনতা, মানে ফিফটি শেডস অফ গ্রে বইয়ের পরিচয় হচ্ছে এটি একটি যৌনকামনা উদ্রেগকারী বই৷ ব্যবসায়ী ক্রিস্টিয়ান গ্রে’র সঙ্গে সাহিত্যের ছাত্রী অ্যানাস্টাসিয়া স্টিল’র প্রেমের গল্প নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি৷
বহুল বিক্রিত এই উপন্যাসটি একটি সিরিজের অন্তর্ভুক্ত৷ এই সিরিজের অপর দুটি বই হচ্ছে ‘ফিফটি শেডস ডার্কার’ আর ‘ফিফটি শেডস ফ্রিড’৷ এই তিনটি বই মিলেও একটি রেকর্ড করেছে৷ সেটা হচ্ছে, এক সপ্তাহে এই সিরিজের তিনটি বইয়ের মোট সাড়ে আট লক্ষ কপি বিক্রি হয়েছে৷ সংখ্যাটা, একটি তালিকার শীর্ষ পঞ্চাশটি বইয়ের বাকি সবগুলো মিলিয়ে যত বই বিক্রি হয়েছে তার চেয়েও দুই গুন বেশি!
সাড়া জাগানো এই সিরিজ নিয়ে ছবি তৈরি করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল আর ফোকাস ফিচারস৷সূত্র: রয়টার্স।
No comments