হেলথ টিপস-বর্ষায় ত্বকে ছত্রাকের আক্রমণ

এই বর্ষায় প্রকৃতি থাকে ভেজা ভেজা। বর্ষা ফুরালেই কড়া রোদ ওঠে। ঘামে ভেজে শরীর। এমন আবহাওয়া ফাঙাস বা ছত্রাকের জন্য বড্ড অনুকূল। খুব সহজেই এ আবহাওয়ায় ছত্রাক মানুষের ত্বকে রোগ তৈরি করে। কিছু কিছু ছত্রাক আছে যারা স্বাভাবিক অবস্থায় কোনো ক্ষতি করে না।


তবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে ছত্রাকবিরোধী প্রতিরোধ ক্ষমতা যখন কমে আসে তখন এ নিরীহ ছত্রাকও ক্ষতিকর হয়ে ওঠে। ছত্রাক এই সময়টায় সাধারণত বহিঃসংক্রমণ অর্থাৎ ত্বক, চুল, নখে সংক্রমণ ঘটায়। এ ছাড়া ত্বকের নিম্নস্থ সংক্রমণ ও দেহ অভ্যন্তরেও সংক্রমণ ঘটাতে পারে।

কেন এই ছত্রাকের আক্রমণ
 পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবনযাপন না করা।
 যাদের পা ঘামে, তারা যদি দীর্ঘ সময় জুতা-মোজা পরে থাকে।
 আক্রান্ত ব্যক্তি থেকে সহজেই সুস্থ দেহে সংক্রমণ ঘটতে পারে।
 অল্প জায়গায় অধিক লোকের বসবাস হলে।
 ঘরে আলো-বাতাসের কমতি থাকলে।
 খালি পায়ে কাদা মাটি জলের সংস্পর্শে এলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে।

প্রতিরোধ হবে যেভাবে
 পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়।
 ঘামে ভেজা শরীর মুছে ফেলতে হবে।
 দীর্ঘ সময় যাদের জুতা পরে থাকতে হয়, সময় পেলে ধুয়ে ফেলতে হবে পা।
ডা. সিদ্ধার্থ মজুমদার

No comments

Powered by Blogger.