হেলথ টিপস-বর্ষায় ত্বকে ছত্রাকের আক্রমণ
এই বর্ষায় প্রকৃতি থাকে ভেজা ভেজা। বর্ষা ফুরালেই কড়া রোদ ওঠে। ঘামে ভেজে শরীর। এমন আবহাওয়া ফাঙাস বা ছত্রাকের জন্য বড্ড অনুকূল। খুব সহজেই এ আবহাওয়ায় ছত্রাক মানুষের ত্বকে রোগ তৈরি করে। কিছু কিছু ছত্রাক আছে যারা স্বাভাবিক অবস্থায় কোনো ক্ষতি করে না।
তবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে ছত্রাকবিরোধী প্রতিরোধ ক্ষমতা যখন কমে আসে তখন এ নিরীহ ছত্রাকও ক্ষতিকর হয়ে ওঠে। ছত্রাক এই সময়টায় সাধারণত বহিঃসংক্রমণ অর্থাৎ ত্বক, চুল, নখে সংক্রমণ ঘটায়। এ ছাড়া ত্বকের নিম্নস্থ সংক্রমণ ও দেহ অভ্যন্তরেও সংক্রমণ ঘটাতে পারে।
কেন এই ছত্রাকের আক্রমণ
পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবনযাপন না করা।
যাদের পা ঘামে, তারা যদি দীর্ঘ সময় জুতা-মোজা পরে থাকে।
আক্রান্ত ব্যক্তি থেকে সহজেই সুস্থ দেহে সংক্রমণ ঘটতে পারে।
অল্প জায়গায় অধিক লোকের বসবাস হলে।
ঘরে আলো-বাতাসের কমতি থাকলে।
খালি পায়ে কাদা মাটি জলের সংস্পর্শে এলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে।
প্রতিরোধ হবে যেভাবে
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়।
ঘামে ভেজা শরীর মুছে ফেলতে হবে।
দীর্ঘ সময় যাদের জুতা পরে থাকতে হয়, সময় পেলে ধুয়ে ফেলতে হবে পা।
ডা. সিদ্ধার্থ মজুমদার
কেন এই ছত্রাকের আক্রমণ
পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবনযাপন না করা।
যাদের পা ঘামে, তারা যদি দীর্ঘ সময় জুতা-মোজা পরে থাকে।
আক্রান্ত ব্যক্তি থেকে সহজেই সুস্থ দেহে সংক্রমণ ঘটতে পারে।
অল্প জায়গায় অধিক লোকের বসবাস হলে।
ঘরে আলো-বাতাসের কমতি থাকলে।
খালি পায়ে কাদা মাটি জলের সংস্পর্শে এলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে।
প্রতিরোধ হবে যেভাবে
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়।
ঘামে ভেজা শরীর মুছে ফেলতে হবে।
দীর্ঘ সময় যাদের জুতা পরে থাকতে হয়, সময় পেলে ধুয়ে ফেলতে হবে পা।
ডা. সিদ্ধার্থ মজুমদার
No comments