নগর বাজেট
বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০১২-২০১৩ অর্থবছরের পৃথক পৃথক বাজেট ঘোষণা করা হলো। দুই সিটি কর্পোরেশনের মোট ৩ হাজার ৭৪৭ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো। গত বছর অবিভক্ত ডিসিসির বাজেট ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকা। এবারের বাজেটে ১০ ভাগ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অযৌক্তিকভাবে বাড়ি ভাড়া বৃদ্ধির কারণে এই হোল্ডিং ট্যাক্স বাড়ানোর দাবি জানানো হয়। এছাড়াও দুই সিটি কর্পোরেশনের এবারের বাজেটে নগরের উন্নয়নের জন্য নেয়া হয়েছে নানান পরিকল্পনা। গত বছরের অক্টোবর মাসে মন্ত্রিসভার এক বৈঠকে উত্তর ও দক্ষিণ ঢাকাকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে স্থানীয় সরকার আইন-২০০১ সংশোধনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের মাধ্যমে ডিসিসি দুই ভাগ করার প্রস্তাব অনুমোদন করা হয়। এরও পরে নভেম্বর মাসে জাতীয় সংসদে ঢাকাকে দুই ভাগ করার বিল পাস করা হয়। মোট ১ হাজার ৫৩০ বর্গকিলোমিটারের আয়তনের এই নগরীতে ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তর এবং ৫৬টি ওয়ার্ড নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন গঠন করা হয়। প্রশাসনিক ও নাগরিক সুযোগ-সুবিধার কথা বলে সরকার তখন ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে। সেই সময় বলা হয়েছিল যে ঢাকার মতো বৃহৎ শহর নিয়ন্ত্রণ করা একটি মাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়। এতে নাগরিক সেবার মান উন্নয়ন করা কঠিন। তাই যদি শহরকে দু’ভাগ করা হয় তবে নাগরিক সেবা নগরবাসীর দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব হবে। এই দুই উত্তর ও দক্ষিণ সিটির জন্য সাময়িকভাবে দু’জন প্রশাসককে দায়িত্বও দেয়া হয়। আইন অনুসারে নতুন সিটি কর্পোরেশনে ছয় মাসের মধ্যে নির্বাচন দেবার কথা থাকলেও তা আইনী জটিলতার কারণে করা সম্ভব হয়নি। এবারে অর্থবছরে ঢাকা উত্তর সিটি কপোরেশনের জন্য রাজস্ব ও উন্নয়নসহ এক হাজার ৯৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ডিসেম্বর ২০১১ থেকে জুন ২০১২ পর্যন্ত ৫৮১ কোটি টাকার সংশোধিত বাজেট এর মধ্যে রয়েছে। প্রস্তাবিত বাজেটে ২০১২-২০১৩ অর্থবছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮২ দশমিক ৭৫ কোটি টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স বাবদ ১৬ কোটি, বিজ্ঞাপন ফি বাবদ ১০ কোটি, বাস ও ট্রাক টার্মিনাল থেকে ৬ কোটি, পশুরহাট ইজারা বাবদ ১১ দশমিক ৫ কোটি, রাস্তা খনন ফি বাবদ ৪০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ২ কোটি, সম্পত্তি হস্তান্তর খাতে ৮০ কোটি, ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ, বিদ্যুত বিল আদায় খাত থেকে ৩ দশমিক ২৫ কোটি ও অন্যান্য আয়ের খাত থেকে ১ কোটি টাকা আয় নির্ধারণ করা হয়েছে। ওই একই দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০১২-১৩ অর্থবছরের ১ হাজার ৭শ’ ৮১ দশমিক ৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। নাগরিক সেবার মান বাড়ানোর আশা নিয়ে ঢাকাকে দ্বিখ-িত করা হয়েছে। এবারের বাজেটে যে ১০ ভাগ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হলো তা আদতে কতটুকু কার্যকর হবে তাতে সন্দেহ থেকে যায়। বাড়ির মালিকরা এই অজুহাতে বাড়িভাড়া বাড়িয়ে দেবে এবং দুর্ভোগে পড়তে পারে অসহায় ভাড়াটিয়ারা। তাই এই কর আরোপ কতটা যৌক্তিক তা উচিত পুনরায় বিবেচনা করে দেখা।
No comments