রেলের অর্থ কেলেঙ্কারি-জীবনের ভয়ে লুকিয়ে আছেন চালক আজম by আলম পলাশ
গাড়িচালক আলী আজম খান (২৮) নিখোঁজ বা গুম হননি। তিনি আত্মগোপনে আছেন। জীবনের নিরাপত্তা পেলেই তিনি জনসমক্ষে আসবেন বলে জানিয়েছেন তাঁর ভাই। ৯ এপ্রিল মধ্যরাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানায় বিপুল টাকাসহ ধরা পড়া সাবেক রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) গাড়িচালক আজম খান সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন।
তাঁর ভাই শাহ আলম গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার পরদিন ১০ এপ্রিল তাঁর ভাই সৌদি-প্রবাসী ছোট বোন সালমা আক্তারকে ফোন করেছিলেন। এর পর থেকে আজম খান আর কারও সঙ্গে যোগাযোগ করেননি।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজমের অপেক্ষায় থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর বাবা দুদ মিয়া (৭২) ও মা মাজেদা বেগম (৬৫)। আজমের স্ত্রীও অর্থকষ্টে রয়েছেন। বাড়িভাড়া দিতে পারছেন না। জোগাতে পারছেন না শিশুকন্যার লেখাপড়া ও খাওয়ার খরচ। তাই তাঁকে গ্রামের বাড়িতে চলে আসতে বলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজমের অপেক্ষায় থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন তাঁর বাবা দুদ মিয়া (৭২) ও মা মাজেদা বেগম (৬৫)। আজমের স্ত্রীও অর্থকষ্টে রয়েছেন। বাড়িভাড়া দিতে পারছেন না। জোগাতে পারছেন না শিশুকন্যার লেখাপড়া ও খাওয়ার খরচ। তাই তাঁকে গ্রামের বাড়িতে চলে আসতে বলা হয়েছে।
No comments