ঝটিকা সফর

মিশন ইমপসিবল : ঘোস্ট প্রটোকল' মুক্তি পাওয়ার কথা ২১ ডিসেম্বর। ছবির প্রচারের জন্য ভারতসহ এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ তাঁর সফরের কথা। সে হিসাবে তাঁর আসার কথা কিন্তু আরো পরে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দুই দিনের এক ঝটিকা সফরে ভারতে এসে হাজির হলেন টম ক্রুজ। যেহেতু ব্যক্তিগত বিমানেই যাতায়াত, দিলি্ল বিমানবন্দরে নামার আগ পর্যন্ত কেউই জানতে পারেনি তিনি আসছেন। শুধু অনিল কাপুর জানতেন এবং ভিড়


এড়াতে তিনিও খবরটি চেপে যান। মিশন ইমপসিবল সিরিজের চতুর্থ পর্বে শুটিংয়ের সময়েই অনিলকে তাজমহল সম্পর্কে প্রশ্ন করেছিলেন টম। সেই সঙ্গে ভারতে দেখার মতো আর কী আছে, তাও জেনে নেন। দিলি্লতে নেমেই সোজা চলে যান পাঁচতারা হোটেল লিলা প্যালেস, চাণক্যপুরীতে। ছিলেন দেশের সবচেয়ে দামি হোটেল কক্ষ মহারাজা স্যুটে। অনিল এসে পেঁৗছাতেই তাঁকে নিয়ে চলে যান আগ্রায়, তাজমহল দেখতে। শনিবার বিকেলে যারা তাজমহল দেখতে এসেছিল, টমকে দেখার পর তাদের আর তাজমহল দেখা হয়নি। টমের আশপাশেই চক্কর দিয়েছে তারা। দেড় ঘণ্টা পর মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন। ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে। ঠিক ৫টায় মুম্বাই নামেন টম। প্রচণ্ড নিরাপত্তার মধ্যে তাজমহল হোটেলে গিয়ে ওঠেন। হোটেলের ঠিক যে কামরাটিতে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট সারকোজি থেকেছেন, টম ক্রুজের জন্য সেই কামরাটিই দেওয়া হয়, যার এক রাতের ভাড়া মাত্র ১০ লাখ রুপি। অবশ্য টমই প্রথম হলিউড তারকা নন, ২০০৬ সালে ভারত সফরের সময় ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি দম্পতিও এ কামরাতেই থেকেছিলেন। শনিবার রাতে অনিল কাপুর টম ক্রুজের সম্মানে এক নৈশ ভোজের আয়োজন করেন। তবে একেবারেই নির্দিষ্ট কয়েকজন বলিউড তারকা ছাড়া সেই অনুষ্ঠানে কারো যাওয়ার সৌভাগ্য হয়নি। অনিল বলেন, 'টমের সঙ্গে তাঁর স্ত্রী কেটি হোমস ও মেয়ে সুরির আসার কথা থাকলেও হঠাৎ করেই আসার বিষয়টি ঠিক হওয়ায় তিনি একাই এসেছেন। সময় পাওয়া গেলে আমার বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন টম।' ঠিক যেভাবে এসেছিলেন, সেভাবেই আজ সকালে ফিরে গেছেন টম ক্রুজ।

No comments

Powered by Blogger.