আবারও ঢাকার ছবিতে ঋতু-এবার শাকিবের নায়িকা by দাউদ হোসাইন রনি

শাবানার হাত ধরে ঢাকার ছবিতে ঋতুপর্ণার আবির্ভাব। ১৯৯৭ সালে 'স্বামী কেন আসামী' ছবির বড় ধরনের সাফল্যের পর টানা ৯টি ছবিতে অভিনয় করেন ঋতু। এর মধ্যে সাতটিই ব্যবসা-সফল। দেশের ছবিতে বিদেশি অভিনয়শিল্পীদের অংশগ্রহণ আইন নিয়ে জটিলতা তৈরি হলে ঋতুপর্ণা আর এ দেশমুখী হননি। প্রায় এক দশক পর সর্বশেষ অভিনয় করেছেন বন্ধু ফেরদৌসের প্রযোজনায় নঈম ইমতিয়াজ নেয়ামূলের 'এক কাপ চা' ছবিতে।


আসছে ফেব্রুয়ারিতে মুক্তি প্রতীক্ষিত এ ছবিতে ঋতুপর্ণা অভিনয় করেছেন অতিথি চরিত্রে।প্রায় এক দশক পর আবারও ঢাকার ছবিতে নায়িকা হয়ে আসবেন এই অভিনেত্রী। উত্তম আকাশের 'ঢাকাইয়া পোলা কলিকাতার মাইয়া' ছবিতে অভিনয় করবেন তিনি। সপ্তাহখানেক আগে কলকাতা গিয়ে ঋতুপর্ণার সঙ্গে চুক্তিটা সেরে ফেলেছেন পরিচালক। এরই মধ্যে শাকিবের শিডিউল নেওয়া হয়েছে। ঢাকা ও কলকাতায় ছবির শুটিং হবে। টেলিফোনে ঋতুপর্ণা জানান, 'গত জুলাইয়ে যখন ঢাকা গিয়েছিলাম তখনই উত্তমদার সঙ্গে চূড়ান্ত কথা হয়েছিল। এবার শিডিউলটাও দিয়ে দিলাম। জানুয়ারিতে শুটিং করব।'
এর আগে বাংলাদেশের মান্না, ফেরদৌস, হুমায়ূন ফরীদি, আমিন খান, শাকিল খান, হেলাল খান, ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করলেও শাকিব খানের বিপরীতে অভিনয় করেননি ঋতুপর্ণা। শাকিবের বিপরীতে অভিনয় প্রসঙ্গে ঋতু বলেন, 'আমি জানি, শাকিব বর্তমানে বাংলাদেশের এক নাম্বার তারকা। গতবার যখন ঢাকায় গেলাম, তখন শাকিব অনেক খোঁজখবর নিয়েছে আমার। ফেরদৌসের কাছেও ওর অনেক প্রশংসা শুনেছি। আশা করছি একসঙ্গে আমাদের ভালো মানাবে।' শাকিব বলেন, 'অভিনেত্রী হিসেবে ঋতুর অভিজ্ঞতা অনেক। তাঁর সঙ্গে অভিনয় করাটা আমি উপভোগ করব।'
উত্তম আকাশ এর আগে 'ঢাকাইয়া পোলা বরিশাইল্যা মাইয়া' নামের একটি ছবি নির্মাণ করেছিলেন। সেখানে শাকিবের নায়িকা ছিলেন শাবনূর। ঋতুকে এ ছবিতে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'কলকাতার মেয়ের চরিত্রে আমার কাছে ঋতুর চেয়ে ভালো আর কাউকে মনে হয়নি।'
ছবির সংগীত পরিচালনা করবেন আহমেদ হুমায়ূন। গান লিখেছেন সুদীপ কুমার দীপ।

No comments

Powered by Blogger.