তৃণমূলের দখলেই রইল মমতার লোকসভা আসন

প্রত্যাশা মতোই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এদিকে, হরিয়ানা রাজ্য বিধানসভায় নামমাত্র সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন কংগ্রেস পার্টি। কর্নাটকের বেলারিতে একটি আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী স্বতন্ত্র প্রার্থী বি শ্রীরামুলুর কাছে হেরেছেন। শ্রীরামুলু এক সময় বিজেপির মন্ত্রী ছিলেন। পরে দলত্যাগ করেন তিনি। খবর : হিন্দুস্তান টাইমস, জিনিউজ ও আসাম ট্রিবিউন অনলাইনের।


কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এবার ভোটের হার কম হলেও জয়ের ব্যবধানে গতবারের রেকর্ডকে ছাপিয়ে গেছেন সুব্রত বক্সি। এবার ৫২ শতাংশ ভোট পড়েছে। গতবারের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন ২ লাখ ১৯ হাজারের কিছু বেশি ভোটে। এবার তৃণমূল প্রার্থী সুব্রত ২ লাখ ৩০ হাজারের বেশি ভোটের ব্যবধানে বামফ্রন্টের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। সুব্রত বক্সি পেয়েছেন ৫ লাখ ১৬ হাজার ভোট। সিপিআইএম প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২ লাখ ৮৬ হাজার ভোট।
এদিকে, হিসার লোকসভা আসনে হারলেও হরিয়ানার ফতেহাবাদ জেলার রাতিয়া আসনে জিতেছে কংগ্রেস। এর মধ্য দিয়ে তিন দশক পর এ আসনে জিতল কংগ্রেস। একই সঙ্গে ৯০ আসনের বিধানসভায়ও তাদের সদস্যসংখ্যা হলো ৪৬। নামমাত্র হলেও এ সংখ্যাগরিষ্ঠতায় খুশি রাজ্য কংগ্রেস। হরিয়ানা জনহিত কংগ্রেসের (এইচজেসি) চেয়ারম্যান কুলদীপ বিষ্ণুইয়ের স্ত্রী রেনুকা বিষ্ণুই আরেকটি উপনির্বাচনে আদমপুর আসনে জয়ী হয়েছেন। গত মাসে হিসার লোকসভা নির্বাচনে জিতেছিলেন কুলদীপ।

২০০৯ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪০ আসন। পরে তারা এইচজেসির সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিল। সম্প্রতি বিজেপি ও এইচজেসি জোট গড়লেও তা উপনির্বাচনে প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

No comments

Powered by Blogger.