২০১৫ পর্যন্ত অর্থ সংকটে থাকবেন রানী!

র্থমন্দার ছোবল থেকে রক্ষা পাচ্ছে না ব্রিটেনের রাজপরিবার। কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে ২০০৯ সাল থেকে রাজপরিবারের তহবিলে কাটছাঁট শুরু হয়েছিল। ২০১৫ সাল পর্যন্ত এভাবেই সীমিত অর্থ নিয়ে চলতে হবে রাজপরিবারকে। খবর মেইল অনলাইনের।কৃচ্ছ্র সাধনের ফলে রাজপ্রাসাদের সংস্কার কিংবা রাজপরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের মতো খাতগুলোয় আর জনগণের করের অর্থ ব্যয় করা হবে না। ফলে সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে এমন একটি


প্রাসাদের সংস্কার কাজ থমকে পড়ল। একইভাবে ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজের কোর্টের তহবিলেও এখন থেকে আর জনগণের করের অর্থ যাবে না। ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের কর্মকর্তা-কর্মচারীর যাবতীয় ব্যয় এখন থেকে বহন করতে হবে ডিউকের বাবা প্রিন্স চার্লসকে। অবশ্য যুক্তরাজ্যের রাজা না হওয়া পর্যন্ত তাকে এ দায়ভার বহন করতে হবে। রাজপরিবারের ভ্রমণ ও রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণের ব্যয় করদাতাদের ওপর থেকে সরিয়ে ক্রাউন এস্টেটের ওপর ন্যস্ত করা হয়েছে। ক্রাউন এস্টেটের অধীনে রয়েছে রিজেন্ট স্ট্রিট, উইন্ডসর গ্রেট পার্ক এবং যুক্তরাজ্যের সমুদ্র উপকূলের ৫০ শতাংশ।

No comments

Powered by Blogger.