সুপারওম্যান হওয়ার জন্য by ফারহানা আদৃতা
রাকেশ রোশান পরিচালিত 'কৃষ টু' ছবিতে কঙ্গনা রানওয়াত একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অভিনীত চরিত্রের স্বার্থে কঙ্গনাকে শরীরের ওজন পাঁচ কেজি কমানোর পরামর্শ দিয়েছেন চিত্রনির্মাতা রাকেশ রোশান। কৃষ টু ছবিতে কঙ্গনা সুপারওম্যান চরিত্রে রূপদান করছেন। এ ছবির মূল ভূমিকায় সুপারম্যানের চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশান। নির্মাতা রাকেশ রোশানের পরামর্শ অনুযায়ী ওজন কমানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন গ্যাংস্টার গার্ল।
অভিনীত চরিত্রটির সঙ্গে মানানসই ফিগার তৈরির জন্য কঙ্গনার আপ্রাণ চেষ্টা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের মুখে কোনো সংলাপ থাকবে না বলে জানা গেছে। বলিউডের সিনেমায় এ ধরনের চরিত্র খুব একটা দেখা যায়নি। এর আগে কঙ্গনা হৃতিক রোশানের সঙ্গে 'কাইটস' ছবিতে অভিনয় করেছেন। কঙ্গনা অভিনীত চরিত্রটি তুলনামূলক ছোট হলেও তাঁর অভিনয় ছিল প্রশংসনীয়। এবার কৃষ টু ছবিতে একজন পেশিবহুল সুপারওম্যানের চরিত্র রূপায়ণের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করার জন্য যা প্রয়োজন, তা করতে দ্বিধা করছেন না কঙ্গনা। বিভিন্ন ধরনের কমব্যাট ট্রেনিংয়ে যথেষ্ট সময় ব্যয় করছেন তিনি। এর আগে চিত্রাঙ্গদ সিং ও জ্যাকুলিন ফার্নান্দেজকে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল আলাদাভাবে। তাঁরা দুজনই শিডিউল সমস্যার অজুহাত দেখিয়ে ওই প্রস্তাব ফিরিয়ে দেন।
No comments