দেব আনন্দের অজানা অধ্যায় by জনি হক
চিরসবুজ নায়ক দেব আনন্দ আর নেই। গত শনিবার রাতে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কিংবদন্তি এই অভিনেতার জীবনের কিছু অজানা তথ্য নিয়ে এই প্রতিবেদন_দেব আনন্দের ডাকনাম ছিল চিরু। জন্মের পর তার নাম রাখা হয়েছিল দেবদত্ত পিশোরিমাল আনন্দ। পরে তাকে ডাকা হতো ধরম দেব আনন্দ নামে। অভিনেতা হওয়ার আগে চার্চগেটের মিলিটারি সেন্সর অফিসে পরিবারের প্রতি সৈন্যদের লেখা চিঠি পড়ার কাজ করে দিতেন
তিনি। এজন্য মাসে পেতেন ১৬০ রুপি। প্রভাত টকিজের 'হাম এক হ্যায়' [১৯৪৬] ছবির চিত্রায়ন শুরু হওয়ার পর গুরু দত্তের সঙ্গে তার দ্রুত বন্ধুত্ব গড়ে ওঠে। বন্ধু হিসেবে তারা পণ করেন যদি দেব আনন্দ কোনো ছবি প্রযোজনা করেন তাহলে সেটা পরিচালনা করবেন গুরু দত্ত। একইভাবে গুরু দত্ত যদি প্রযোজক হন তাহলে ওই ছবির পরিচালক থাকবেন দেব আনন্দ। কৈশোরে দেব আনন্দের স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি থাকবে। তার সে স্বপ্নটা পূর্ণ হয় কালো রঙের হিলম্যান গাড়ি কেনার পর। 'জিত' ছবির দৃশ্যধারণ চলাকালে তিনি বিয়ের প্রস্তাব দেন সুরাইয়াকে। তখন তাকে ৩ হাজার রুপির একটি হীরা দেন তিনি। দেব আনন্দের অনুরক্ত ছিলেন তার দুই সহশিল্পী রাখি ও হেমামালিনী। তার প্রতিটি জন্মদিনে ও সব ছবি মুক্তির দিন তারা বিশেষ পূজা দিতেন। করণ জোহরের বাবা যশ জোহর ছিলেন দেব আনন্দের প্রযোজনা প্রতিষ্ঠান নবকেতন ইন্টারন্যাশনাল ফিল্মসের প্রোডাকশন কন্ট্রোলার। লতা মঙ্গেশকরকে জীবদ্দশায় তিনি প্রায়ই বলতেন, 'কখনও পেছনে তাকাই না। কোনো কিছু নিয়ে আফসোসও নেই। আমি কাজ করে যাই। কারণ কাজই মানুষকে এগিয়ে নিয়ে যায়।'
No comments