অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল সমকামীদের বিয়ের পক্ষে
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের বিরোধিতা সত্ত্বেও সমকামী বিবাহের পক্ষে অবস্থান নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল লেবার পার্টি। সিডনিতে লেবার পার্টির এক সম্মেলনে গতকাল শনিবার এ সিদ্ধান্ত হয়।
তবে পার্লামেন্টে এ সংক্রান্ত কোনো বিল উত্থাপনের আগে আইনপ্রণেতাদের নীতিগত ভোটাভুটি হবে।
সমকামী বিবাহের পক্ষে-বিপক্ষে গতকালের সম্মেলনে তীব্র বিতর্ক হয়। পরে এ বিষয়ে দলের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত হয়। উপস্থিত ৪০০ প্রতিনিধি তুমুল করতালি দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।
সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একটি সম্মানজনক পরিবেশ-পরিস্থিতিতে আমরা সমকামীদের মধ্যে বিয়ে নিয়ে বিতর্কে অংশ নিচ্ছি।’
অস্ট্রেলিয়ায় রক্ষণশীল বিরোধী দলের চেয়ে সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে লেবার পার্টির। তাই এ বিল পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
অস্ট্রেলিয়ায় বর্তমানে সমকামীদের বিয়ে নিষিদ্ধ। তবে কয়েকটি রাজ্যে সমকামীদের সহাবস্থানের অনুমতি দেওয়া হয়। সমকামী দম্পতিরা সেখানে সাধারণ দম্পতিদের মতোই অবসর-ভাতা ও চিকিৎসাসেবা পান।
সমকামীদের বিয়ের সমর্থনে জাতীয় সম্মেলন আহ্বান করেছিলেন অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির চিফ মিনিস্টার অ্যান্ড্রু বার। তিনি বলেন, ‘সমকামীরা আমাদের সমাজেরই অংশ। তারা সম-অধিকার পাওয়ার যোগ্য।
No comments