সেই আফগান নারীর সাজা মওকুফ করলেন কারজাই
আফগানিস্তানে ধর্ষণের শিকার হয়ে দণ্ড পাওয়া নারী গুলনাজ (২১) মুক্তি পেয়েছেন। এর আগে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁকে নিঃশর্তভাবে ক্ষমা করেন। গুলনাজের আইনজীবী কিম্বারলি মটলি গত শুক্রবার এ কথা জানিয়েছেন।
কিম্বারলি বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট কারজাই গুলনাজকে নিঃশর্ত ক্ষমা করায় তাঁকে আর আক্রমণকারীকে বিয়ে করতে হবে না। এর আগে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, গুলনাজ তাঁর ওপর আক্রমণকারীকে বিয়ে করবেন, এই শর্তে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিঃশর্ত মুক্তি পাওয়ায় গুলনাজ অন্য যে কাউকে বিয়ে করতে পারবেন।
২০০৯ সালে চাচাতো বোনের স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন গুলনাজ। পরে প্রচলিত আফগান আইনে ধর্ষকের পাশাপাশি গুলনাজকেও ব্যভিচারের অভিযোগে দুই বছরের সাজা দেওয়া হয়। কারাগারে গুলনাজ একটি কন্যাসন্তানের জন্ম দেন।
পরে গুলনাজের এক আপিলের পরিপ্রেক্ষিতে তাঁর সাজার মেয়াদ না কমিয়ে বাড়িয়ে ১২ বছর করা হয়। পাল্টা আপিলের পর তাঁর সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়। সম্প্রতি গুলনাজ সাজা মওকুফের জন্য কারজাইয়ের কাছে আবেদন করেন।
কিম্বারলি বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট কারজাই গুলনাজকে নিঃশর্ত ক্ষমা করায় তাঁকে আর আক্রমণকারীকে বিয়ে করতে হবে না। এর আগে কয়েকটি প্রতিবেদনে বলা হয়, গুলনাজ তাঁর ওপর আক্রমণকারীকে বিয়ে করবেন, এই শর্তে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিঃশর্ত মুক্তি পাওয়ায় গুলনাজ অন্য যে কাউকে বিয়ে করতে পারবেন।
২০০৯ সালে চাচাতো বোনের স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন গুলনাজ। পরে প্রচলিত আফগান আইনে ধর্ষকের পাশাপাশি গুলনাজকেও ব্যভিচারের অভিযোগে দুই বছরের সাজা দেওয়া হয়। কারাগারে গুলনাজ একটি কন্যাসন্তানের জন্ম দেন।
পরে গুলনাজের এক আপিলের পরিপ্রেক্ষিতে তাঁর সাজার মেয়াদ না কমিয়ে বাড়িয়ে ১২ বছর করা হয়। পাল্টা আপিলের পর তাঁর সাজার মেয়াদ কমিয়ে তিন বছর করা হয়। সম্প্রতি গুলনাজ সাজা মওকুফের জন্য কারজাইয়ের কাছে আবেদন করেন।
No comments