ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পরিবহনকর্মী খুন
পুরান ঢাকার চকবাজারে গতকাল সোমবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খলিলুর রহমান (৩৫) নামের এক পরিবহনকর্মী নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
নিহত খলিলুর ফাল্গুন পরিবহন নামের বাস কোম্পানির কর্মী ছিলেন। তাঁর
গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলায়। স্ত্রী-সন্তান নিয়ে লালবাগ কেল্লার মোড়ে
থাকতেন তিনি। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) অনাথ মিত্র প্রথম আলোকে
বলেন, গতকাল সকাল সাতটার দিকে রিকশাযোগে বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন
খলিল। পথে চকবাজার হরনাথ ঘোষ রোডে কয়েকজন ছিনতাইকারী রিকশাটি থামায়। তারা
অস্ত্রের মুখে খলিলের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে গেলে তিনি
ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে আসার
আগেই অন্য ছিনতাইকারীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, নিহত খলিলের পকেটে একটি মুঠোফোন ও দুই হাজার ৬০০ টাকা ছিল।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, নিহত খলিলের পকেটে একটি মুঠোফোন ও দুই হাজার ৬০০ টাকা ছিল।
No comments